মায়ের জন্যই ভেঙ্গেছে সংসার, জয়া বচ্চনের জন্যই ছারখার শ্বেতার জীবন

শ্বেতার জীবনের ভিলেন জয়া, মায়ের জন্যই নষ্ট হয়েছে শ্বেতা বচ্চনের জীবন

Shweta Bachchan Nanda : নানা বিতর্কে ভরা বচ্চন পরিবারের অন্দরমহল। রেখা-অমিতাভের পরকীয়া থেকে শুরু করে অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদ, জয়া বচ্চনের (Jaya Bachchan) রগচটা স্বভাব ইত্যাদির কারণে প্রায় সময় সংবাদমাধ্যমের শিরোনাম দখল করে নেয় বচ্চনরা। এবার শোনা যাচ্ছে নাকি মেয়ে শ্বেতা বচ্চন নন্দাকেও (Shweta Bachchan-Nanda) সংসার করতে দেননি জয়া। নিজের হাতে শেষ করেছেন মেয়ের জীবন! আদতে কী ঘটেছে?

অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে যে বিচ্ছেদের জল্পনা শোনা যাচ্ছে তার নেপথ্যে জয়ার হাত রয়েছে এমন দাবি করছেন অনেকে। বউমার সঙ্গে নাকি একেবারেই সদ্ভাব নেই জয়ার। আর সেটাই বিচ্ছেদের মূলে রয়েছে। এমনকি মেয়ে শ্বেতা বচ্চন নন্দা এবং জামাই নিখিল নন্দার (Nikhil Nanda) সংসার ভাঙার নেপথ্যেও ছিলেন তিনিই। মেয়ের সঙ্গেও সম্পর্ক ছিল আদায়-কাঁচকলায়।

Shweta Bachchan Nanda

মাত্র ২১ বছর বয়সে মেয়ের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন জয়া। মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে উৎসাহিত করার বদলে তড়িঘড়ি দিল্লির ব্যবসায়ী নিখিল নন্দার সঙ্গে তার বিয়ে ঠিক করে দেন। শ্বেতাও মায়ের বাধ্য সন্তানের মত তা মেনে নেন। কিন্তু পরে তারা একসঙ্গে সংসার করতে পারেননি। সেটাও নাকি জয়ার কারণে। কারণ তিনি মেয়ের সংসারে নাক গলাতেন ভীষণ।

শোনা যায় শ্বেতার স্বামী নিখিলের নাকি বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই কারণেই নাকি ভেঙেছিল তাদের সংসার। ছেলে অগস্ত্য ও মেয়ে নভ্যা নভেলিকে নিয়ে বাপের বাড়িতেই এসে ওঠেন তিনি। মেয়ের সংসার ভাঙ্গার নেপথ্যে জয়ার ভূমিকাও কিছু কম ছিল না। এমনকি একবার তো শ্বেতা সরাসরি প্রকাশ্যে মাকেই দায়ী করেছিলেন জীবনে প্রতিষ্ঠিত হয়ে ওঠার আগেই তার বিয়ে দিয়ে দেওয়ার জন্য। এখন তিনি মনে করেন প্রত্যেকটা মেয়ের আগে নিজেকে স্বাবলম্বী করে তোলা উচিত। তারপর বিয়ে করা উচিত।

Shweta Bachchan Nanda

মেয়ে নভ্যা নভেলি নন্দার একটি চ্যাট শোতে অংশগ্রহণ করে শ্বেতা বলেন তার আফসোস হয় কম বয়সে বিয়ে হওয়ার জন্য। বিয়ের আগে যেমন মা কিংবা ভাইয়ের কাছে হাত পাততে হত টাকার জন্য, বিয়ের পরেও স্বামীর কাছে একইভাবে টাকা চাইতে তার ইচ্ছে হত না। জীবনে কিছু করতে না পারার আফসোস তাকে সব সময় তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। আর সেটার কারণ ছিলেন জয়া।

আরও পড়ুন : চরম অর্থকষ্টে ছিল পরিবার, একসময় সেটে চা ফেরি করতেন অভিষেক বচ্চন

Shweta Bachchan Nanda

আরও পড়ুন : টাকা দিতে রাজি হননি! অমিতাভের জন্যই ভেঙে যায় ছেলে অভিষেকের বিয়ে

শ্বেতা প্রকাশ্যেই বলেন জয়া কখনও মনে করতেন না মেয়েদের স্বাবলম্বী হতে শেখানো উচিত। তিনি অর্থনৈতিকভাবে মেয়েকে স্বাবলম্বী হতে দিতে চাননি কখনও। বিয়ের পর তাই তার নিজের খরচটুকুও চালানোর সামর্থ্য ছিল না। তাই তিনি দিল্লির একটি কিন্ডার গার্ডেন স্কুলে মাত্র ৩ হাজার টাকার বিনিময়ে চাকরি নেন। এখন বিভিন্ন পত্র পত্রিকাতে লেখালেখি করে আয় করছেন বচ্চনকন্যা। আর সেই সঙ্গে নিজের একটি ব্যবসাও খুলেছেন।