টলিউডের নতুন ক্রাশ! ইধিকা পালের আসল নাম কী? ৯৯% মানুষ জানেন না

কার সঙ্গে প্রেম করছেন দেবের খাদান সিনেমার নায়িকা ইধিকা পাল (Idhika Paul)? শাকিব খানের প্রিয়তমা থেকে দেবের খাদান সিনেমার কিশোরী, বাংলাদেশ ও টলিউড কাঁপাচ্ছেন ইধিকা। শুরুটা বাংলা সিরিয়াল দিয়ে হলেও এখন দুই বাংলার সিনেমা ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন ইধিকা পাল। দুই বাংলার মানুষই ক্রাশ খাচ্ছেন ইধিকার উপর। তবে তার মনের মানুষ কে? কার সঙ্গে প্রেম করছেন ইধিকা? অবশেষে প্রকাশ্যে এল তার মনের মানুষের পরিচয়।

বর্তমানে ইধিকাকে দেখা যাচ্ছে টলিউডের জনপ্রিয় ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে। সম্প্রতি হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন দুজনে। তাই তাদের নিয়ে জল্পনা আরও বেশি করে মাথাচাড়া দিচ্ছে। যদিও তাদের সঙ্গে কিছু বন্ধু-বান্ধবও ছিলেন। তবে পাহাড়ের উপর যেভাবে দুজনে আলাদাভাবে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেছেন তার থেকেই দুয়ে দুয়ে চার করে নিচ্ছেন নেট নাগরিকরা।

Idhika Paul

তথাগত ঘোষের সঙ্গে এর আগেও টলিউডের একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন ইধিকা পাল। সত্যিই কি প্রেম করছেন ইধিকা এবং তথাগত? সোশ্যাল মিডিয়াতে জোর চর্চা চললেও দুজনেই কিন্তু মুখে কুলুপ এঁটে আছেন। আপাতত ইধিকার পাখির চোখ তার কেরিয়ার।

আরও পড়ুন : ৩.৫ লাখ দর্শক দেখল খাদান! কত টাকা আয় করলো দেবের সিনেমা?

Idhika Paul

আরও পড়ুন : টলিউডের নতুন ক্রাশ! ইধিকা পালের আসল নাম কী? ৯৯% মানুষ জানেন না

বর্তমানে টলিউডে দুর্দান্ত গতিতে এগোচ্ছেন নবাগতা এই অভিনেত্রী। শুরুটা অবশ্য সিরিয়াল দিয়েই করেছিলেন ইধিকা। কপালকুণ্ডলা, রিমলি এবং পিলুর পর তার হাতে আসে বাংলাদেশের সুপার স্টার শাকিব খানের প্রিয়তমা হওয়ার সুযোগ। আর তারপরেই দেব তাকে বেছে নিলেন খাদানের নায়িকা হিসেবে। খাদানের নায়িকা কিশোরীর নাম এখন সবার মুখে মুখে ফিরছে। টলিউডের নতুন ক্রাশ হয়ে উঠেছেন ইধিকা।