‘‘আমার যোগ্য সিরিয়াল নয়!”‌ ‘সন্ধ্যাতারা’ থেকে বাদ পড়ে ক্ষোভ নায়িকার

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম ‘সন্ধ্যাতারা’ (Sandhya Tara)। সন্ধ্যা ও তারা, এই দুই বোনের গল্প নিয়ে তৈরি হওয়া এই ধারাবাহিকটি টিআরপির তালিকায় থাকে সেরা দশের মধ্যে। এই ধারাবাহিকে সন্ধ্যার উপস্থিতি থাকলেও বহুদিন তারার অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যা নিয়ে সন্দেহ জেগেছে দর্শকদের মনে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন পর্দার তারা ওরফে অমৃতা দেবনাথ (Amrita Debnath)। কী বললেন তিনি?

দুই বোনের ভালোবাসার গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিক

সন্ধ্যা এবং তারা দুই বোনের গল্প নিয়ে শুরু হয় এই ধারাবাহিকটি। নায়ক আকাশনীলকে ভালোবেসে ফেলে সন্ধ্যা এবং তারা দুজনেই। তবে আকাশনীল প্রথমে তারাকে ভালবাসলেও পড়ে সন্ধ্যার সঙ্গে তার বিয়ে হয়ে যায়। সন্ধ্যার সঙ্গে বিয়ে হওয়ার পর আকাশনীলের জীবন থেকে ধীরে ধীরে সরে যায় তারা।

Sandhya Tara

তারাকে ভুলে সন্ধ্যাকে নিয়ে সংসার করছে আকাশনীল

সন্ধ্যার সঙ্গে আকাশনীল যখন সুখে সংসার করছে ঠিক তখনই সন্তানসম্ভবা হয় তারা। বাধ্য হয়ে গ্রামেরই এক ছেলেকে বিয়ে করতে হয় তারাকে। অন্যদিকে স্মৃতি হারিয়ে সংসারে ফিরে আসে সন্ধ্যা। জানা যায়, সন্ধ্যাও সন্তানসম্ভবা। আকাশনীল আগের সব কথা ভুলে গিয়ে সন্ধ্যাকে তার ভালোবাসা উজাড় করে দেয়।

পর্দা থেকে গায়েব তারা

সন্ধ্যা এবং আকাশনীল সুখে সংসার করলেও অনেক দিন পর্দায় দেখানো হয় না তারাকে। তারা কীভাবে সংসার করছে বা তার সন্তানের কী হলো তা জানতে না পেরে রীতিমতো ক্ষুব্ধ হয়ে যায় দর্শকরা। ধারাবাহিকের দ্বিতীয় নায়িকা যদি তারা হয়, তাহলে কেন এতদিন তাকে ধারাবাহিক থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, প্রশ্ন তোলেন দর্শকরা।

Sandhya Tara

সত্যি কি ধারাবাহিক ছেড়ে দিয়েছেন অমৃতা?

শুধু ধারাবাহিকের পর্দায় থেকে নয়, সম্প্রতি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের সন্ধ্যাতেও পুরস্কার পাননি তারা হরফে অমৃতা দেবনাথ। একদিকে ধারাবাহিকে অমৃতার অনুপস্থিতি, অন্যদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকেও গায়েব, এই দুটি ঘটনা দেখে দুয়ে দুয়ে চার করে নেন দর্শকরা। ধারাবাহিক থেকে অমৃতাকে সরিয়ে দেওয়া হয়েছে বলেই মনে করছেন সকলে।

আরও পড়ুন : রাতারাতি মুখবদল! বদলে গেল ‘জল থৈ থৈ ভালোবাসা’র নায়কের মুখ

Sandhya Tara

আরও পড়ুন : রাতারাতি বদলানো হল স্টার জলসার জনপ্রিয় সিরিয়ালের নায়িকাকে! মাথায় হাত দর্শকদের

অমৃতার ক্যাপশন ঘিরে তৈরি হয়েছে সন্দেহ

সম্প্রতি অমৃতা দেবনাথ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল একটি ছবি শেয়ার করেছেন, যার ক্যাপশন দেখে মানুষের মনে জেগেছে সন্দেহ। অমৃতা একটি ছবি শেয়ার করে লিখেছেন, “মাঝে মাঝে কিছু জিনিস আমার জন্য যোগ্য হয় না, কারণ আরো বড় কিছু আমার জন্য অপেক্ষা করছে।” অভিনেত্রীর এই ক্যাপশন দেখে অনেকেই মনে করছেন ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিক থেকে অমৃতাকে হয়তো সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত তা এখনও স্পষ্ট জানা যায়নি।