ভারত-পাক বাণিজ্য বন্ধ! ভারতের কী কী ক্ষতি হবে?

ভারত এবং পাকিস্তানের মধ্যে বর্তমানে সংঘর্ষ বিরতি চলছে। ১২ই মে‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রতি ভারতের কেমন আচরণ হবে ভবিষ্যতে সেটা পাকিস্তানের পরবর্তী পদক্ষেপের উপরেই নির্ভর করবে। তবে একটা বিষয় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, সন্ত্রাস এবং বাণিজ্য একসঙ্গে চলবে না। পাকিস্তানের সঙ্গে সব রকম বাণিজ্য আপাতত স্থগিত রাখছে ভারত। এতে ভারতের কী কী ক্ষতি হবে?

বন্ধ হল ভারত এবং পাকিস্তানের বাণিজ্য

স্বাধীনতার পর থেকে বরাবরই ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ থেকেছে। দুই দেশের মধ্যে বহুবার যুদ্ধ বেঁধেছে। তারপর আবার পরিস্থিতি স্বাভাবিক হতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক এগিয়েছে। কিন্তু পেহেলগাঁও হামলার পর সন্ত্রাস এবং তার মদতদাতা পাকিস্তানের প্রতি জিরো টলারেন্স নীতি নিয়েছে কেন্দ্র সরকার। আর সেই কারণে পাকিস্তানের সঙ্গে আমদানি এবং রপ্তানি এখন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

Indo-Pak Trade Cancellation Possible Impacts On India And Pakistan

ভারত পাকিস্তান থেকে কী কী আমদানি করে?

পাকিস্তান থেকে ভারতে আসে তরমুজ, সিমেন্ট, শিলা লবণ, ড্রাই ফ্রুটস, পাথর, চুন, তুলা, ইস্পাত, কাচের জন্য অপটিক্যালস, জৈব রাসায়নিক, ধাতব যৌগ, চামড়া জাতীয় পণ্য, তামা, সালফার, কাপড়, চপ্পল এবং মুলতানি মাটি।

ভারত থেকে পাকিস্তানে কী কী রপ্তানি হয়?

নারকেল, ফলমূল, শাকসবজি, চা, মসলা, চিনি, তৈলবীজ, পশু খাদ্য, দুগ্ধজাত পণ্য, প্লাস্টিক পণ্য, ওষুধ, লবণ, মটর যন্ত্রাংশ, রঞ্জন এবং কফি।

আরও পড়ুন : ড্রোন-মিসাইল উড়ে এলে এলার্ট পাবেন মোবাইলেই! অন রাখুন এই সেটিংস

Indo-Pak Trade Cancellation Possible Impacts On India And Pakistan

আরও পড়ুন : মজুদ রাখুন খাদ্য! যুদ্ধ পরিস্থিতিতে জেলায় জেলায় পৌঁছালো নির্দেশ

কার ক্ষতি বেশি হবে?

দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলে ভারতের থেকে বেশি ক্ষতি হবে পাকিস্তানের। কারণ পাকিস্তানে এখন মুদ্রাস্ফীতি চরমে। ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব ব্যাঙ্কের থেকে মোটা টাকার ধার নিতে হয়েছে প্রায় দেউলিয়া পাকিস্তানকে। এখন যদি বাণিজ্যে আঘাত পড়ে তাহলে পাকিস্তানের উপর বেশি প্রভাব পড়বে। পাকিস্তানের সঙ্গে ভারতের মোট বাণিজ্য সামগ্রিক বাণিজ্যের ০.০৬ শতাংশের কম। তাই পাকিস্তানের উপর ভারত নির্ভর নয়, বরং পাকিস্তান এখনও অনেকাংশে ভারতের উপর নির্ভর করে রয়েছে।

  • ২০২১ ২২ অর্থবছরে ভারত পাকিস্তানে ৫১৩.৮২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছিল। পাকিস্তান থেকে আমদানি করেছিল মাত্র ২.৫৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।
  • ২০২২-২৩ অর্থবছরে পাকিস্তানে ৬২৭.১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছিল ভারত। পাকিস্তান থেকে নিয়েছিল ২০.১১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।
  • ২০২৩-২৪ অর্থবছরে ভারতের রপ্তানি বেড়ে হয়ে ছিল ১১৮০ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে পাকিস্তান থেকে আমদানি কমে দাঁড়িয়েছিল ২.৮৮ মিলিয়ন মার্কিন ডলার।