টিকিট ছাড়া ট্রেনে সফর আইনত দণ্ডনীয় অপরাধ। তবে কী হবে যদি টিকিট কাটার পর কারও টিকিটটা ছিঁড়ে যায়? ছেঁড়া টিকিট কি রেলের নিয়মে বৈধ? অনেকেই ভয় পেয়ে ছেঁড়া টিকিট আর ব্যবহার করতে চান না। এরকম কিছু ঘটনা ঘটলে সেই টিকিটটা বাতিল করে আবার নতুন করে টিকিট কাটেন। ছেঁড়া টিকিট নিয়ে আসলে রেলের কী নিয়ম রয়েছে? জেনে রাখুন, ভবিষ্যতে আপনারই কাজে লাগবে।
ছেঁড়া টিকিট নিয়ে কি ট্রেনে চড়া যায়?
রেলের নিয়ম অনুসারে ছেঁড়া টিকিট নিয়েও ট্রেনে ওঠা যায়। টিকিট ছিঁড়ে গেলেও তার বৈধতা থাকে। কিন্তু এক্ষেত্রে যাত্রীকে কিছু শর্ত মেনে চলতে হবে। টিকিট ছিঁড়ে গেলেও ওই টিকিট নিয়ে আপনি ট্রেন সফর করতে পারবেন, যদি ট্রেনের আসল তথ্যগুলো টিকিটে পরিস্কার ভাবে বোঝা যায়। যেমন টিকিট নম্বর, যাত্রার স্থান, ভাড়া, স্ট্যাম্প ইত্যাদি স্পষ্টভাবে বোঝা যেতে হবে ওই ছেঁড়া টিকিটেও।
ছেঁড়া টিকিট নিয়ে ট্রেনে ওঠার শাস্তি কী?
যদি ট্রেনের এই আসল তথ্যগুলো টিকিটে পরিস্কারভাবে বোঝা না যায় সেক্ষেত্রে আপনার টিকিটটি গ্রহণ করা হবে না। শুধু তাই নয়, এর জন্য যাত্রীকে উল্টে জরিমানাও দিতে হতে পারে। তাই টিকিট কেনার পর সেই টিকিট সাবধানে রাখুন। কোনওক্রমে ছিঁড়ে গেলেও পরীক্ষা করে দেখুন টিকিটের তথ্যগুলো ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা। না বোঝা গেলে তবেই নতুন টিকিট কিনুন।
কী করবেন?
- ট্রেনের টিকিট একটি সাধারণ কাগজের মত। একটু অসাবধান হলে অনায়াসে সেটি ছিঁড়ে যেতেই পারে। তাই টিকিট কেনার পর মোবাইলে সেই টিকিটের ছবি তুলে রাখুন। যদি দুর্ঘটনা ঘটেও যায় তাহলে আপনি মোবাইলে তোলা সেই টিকিটের ছবি দেখাতে পারবেন।
আরও পড়ুন : ২০০ এর বেশি লোকাল ট্রেন বাতিল! হাওড়া লাইনে চরম ভোগান্তি যাত্রীদের
- এখন অনলাইনেও টিকিট কাটা যায়। ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটলে সেটা আপনার ফোনেই থাকবে। ভুলবশত ডিলিট হয়ে গেলেও রেলের ওয়েবসাইট কিংবা অ্যাপ থেকে আপনার টিকিট আপনি আবার ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুন : টিকিট কনফার্মড হয়নি? ১ দিন আগেও কনফার্মড টিকিট পাবেন এই উপায়ে
টিকিট ছাড়া ট্রেনে ওঠার শাস্তি কী?
টিকিট ছাড়া কখনও ট্রেনে উঠবেন না। কারণ ধরা পড়লে শুধু জরিমানা নয়, আপনার জেল পর্যন্ত হতে পারে। বিনা টিকিটের যাত্রীদের জন্য রেলের হাজার টাকা জরিমানা কিংবা কয়েক মাসের জেলের শাস্তির বিধান আছে।