ট্রেন যাত্রার দিন এসে গেছে, অথচ এখনো টিকিট কনফার্মড হয়নি? ভাবছেন কীভাবে যাত্রা করবেন? আর দুশ্চিন্তা নয়। ভারতীয় রেল সম্প্রতি এমন একটি নতুন আপডেট নিয়ে এসেছে যেখানে আপনি যাত্রার মাত্র একদিন আগেই হাতে পেয়ে যাবেন কনফার্মড টিকিট। এমনকি তৎকালের অপেক্ষাও করতে হবে না আপনাকে। IRCTC সাইট মারফত আপনি নিজেই নিজের কনফার্মড টিকিট পেয়ে যাবেন। কীভাবে? জেনে নিন সেই পদ্ধতি।
একদিন আগেই মিলবে ট্রেনের কনফার্মড টিকিট
যাত্রা শুরুর ২ দিন আগে টিকিট বুকিং অপশনে গিয়ে ফ্লেক্সিবল ডেটস নামের একটি অপশন পাবেন। এই অপশনে গিয়ে আপনি দেখে নিতে পারবেন কত তারিখে কোন সময়ে ট্রেনের সিট ফাঁকা রয়েছে। এবার আপনি আপনার যাত্রার দিন ও সময় অনুসারে ট্রেনের ফাঁকা সিট দেখে নিতে পারবেন। এই অপশন থেকেই আপনি আপনার জন্য কনফার্মড টিকিট বুক করতে পারবেন। তবে এক্ষেত্রে বেশ কিছু ট্রিক্স রয়েছে যেগুলো মাথায় রাখলে আপনি সুবিধা পাবেন। কী কী সেগুলো জেনে রাখুন কাজে লাগবে।
ওয়েটিং লিস্ট
টিকিট বুকিং এর সময় টিকিট না পাওয়া গেলেও অনেক সময় পরে কেউ টিকিট ক্যানসেল করলে তার টিকিটে আপনি যাত্রা করতে পারেন। তবে এর জন্য আপনাকে ওয়েটিং লিস্টে অপেক্ষা করতে হবে যতক্ষণ না কনফার্মড টিকিট পাওয়া যাচ্ছে। এই উপায়ে অতিরিক্ত খরচের ঝামেলা এড়ানো যায়।
এসি কোচ বাছুন
স্লিপার কিংবা জেনারেল ক্লাসের থেকে রাজধানী, শতাব্দি বা দুরন্তের মত প্রিমিয়াম ট্রেনের এসি কোচে অনেক বেশি ফাঁকা সিট থাকে। বিশেষ করে টু এসি বা থ্রি এসি কামরাগুলোতে শেষ মুহূর্তেও অনেক সিট ফাঁকা থাকে।
বোর্ডিং স্টেশন বদলে ফেলুন
আপনি যে স্টেশন থেকে ট্রেনে উঠতে চাইছেন, সেই স্টেশনের বদলে পরের যে কোনও স্টেশন বেছে নিন। কারণ এতে অনেক সময় আপনি ট্রেনের সিট পেয়ে যেতে পারেন।
ফাইনাল চার্ট দেখুন
ট্রেন ছাড়ার ৪ ঘন্টা আগে ফাইনাল চার্ট বের হয়। সিট ফাঁকা থাকলে তখন লাস্ট মিনিট বুকিংয়ে কনফার্ম টিকিট পেয়ে যাবেন অনায়াসে।
আরও পড়ুন : ৩ বেলা খাবার পাবেন বিনামূল্যে! একমাত্র এই ট্রেন থেকেই পাবেন এই সুবিধা
আরও পড়ুন : বন্দে ভারত স্লিপার চলবে শিয়ালদা থেকে দিল্লি! ভাড়া কত?
ট্রেনের বিভিন্ন কোটার বিষয়ে খোঁজ-খবর নিন
ট্রেনে লেডিস, প্রিমিয়াম তৎকাল, প্রতিরক্ষা ও দিব্যাঙ্গদের কোটায় বেশকিছু সিট থাকে। সেসব খালি থাকলে আপনি সেই আসন নিজের জন্য পেতে পারেন। স্টেশনে গিয়ে অফলাইন রিজার্ভেশন কাউন্টারেও আপনি ফাঁকা সিটের খোঁজ খবর নিতে পারেন।