ফাইনাল রাউন্ডের দিকে এগোচ্ছে ইন্ডিয়ান আইডল। বর্তমানে গানের রিয়ালিটি শোগুলোর মধ্যে ইন্ডিয়ান আইডল অন্যতম জনপ্রিয় একটি শো। গোটা দেশ থেকে বাছাই করা প্রতিযোগিদের মধ্যে থেকে সেরার সেরাকে বেছে নেওয়া হয় এখানে। প্রত্যেকবারই কিছু বাঙালি প্রতিযোগী থাকেন এখানে। তবে এবারে ইন্ডিয়ান আইডলে বাঙালি প্রতিযোগীদের সংখ্যাই ছিল বেশি। এদের মধ্য থেকে কারা জায়গা পেলেন সেরা দশের তালিকায়? দেখে নিন এক নজরে।
ইন্ডিয়ান আইডলের সেরা ১০ এ পৌঁছলেন কারা?
ইন্ডিয়ান আইডলের ১৫ তম সিজনে এবার সেরা ১৫ তেও জায়গা পেয়েছিলেন বাংলার ৭ জন তারকা। এদের মধ্যে চারজন ভোট আউট হয়েছিলেন। গত সপ্তাহেই বেরিয়ে গিয়েছেন ময়ূরী। তিনি বেরিয়ে যাওয়াতে খুবই অসন্তুষ্ট দর্শকরা। রাজনীতি করে ময়ূরীকে বাদ দেওয়া হয়েছে এমন দাবিও উঠতে থাকে। কেউ কেউ শো বয়কটের ডাক দিতে থাকেন। কিন্তু এখনো পাঁচজন বাঙালি রয়েছেন সেরা হওয়ার লড়াইতে।
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর সেরা ১০ এর তালিকা
সেরা দশের মধ্যে বাংলা থেকে শুভজিৎ চক্রবর্তী, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, মানসী ঘোষ এবং প্রিয়াংশু দত্ত রয়েছেন। সেই সঙ্গে গুয়াহাটি অসমের বাঙালি কন্যা মিশমি বসুও রয়েছেন। এদের মধ্যে খড়্গপুরের পানওয়ালা শুভজিৎ চক্রবর্তীর জার্নিটা সত্যিই আকর্ষণীয়। মানসীও তার দুষ্টুমি এবং বিন্দাস স্বভাব দিয়ে মাতিয়ে রাখেন সেট। মোটকথা এই পাঁচজনকে নিয়ে খুবই আশাবাদী দর্শকরা।
আরও পড়ুন : ছিটকে গেল অংকনা-দিবাকর! সারেগামাপার গ্র্যান্ড ফিনালের ১০ ফাইনালিস্ট কারা?
আরও পড়ুন : সোনার মেডেল, মোটা অংকের টাকা! সারেগামাপার বিজেতারা কী কী পাবেন?
তবে এত কিছুর পরেও সৃজন পোড়েল, রঞ্জনী সেনগুপ্ত এবং ময়ূরী সাহা আউট হয়ে যাওয়াটা অনেকেই ভালোভাবে নিতে পারছেন না। আবার কেউ কেউ বলছেন সব সিজনেরই ফাইনালে একাধিক বাঙালি পৌঁছান। কিন্তু শেষ পর্যন্ত কেউ জিততে পারেন না। এভাবে প্রত্যেকবার বাংলাকে অপমান করা হয়। আবার কেউ বলছেন যদি বাংলার ছেলেমেয়েদের জিততেই না দেওয়া হবে তাহলে তাদের নেওয়া হয় কেন?