ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ (Indian Idol 12)। এই রিয়ালিটি শোয়ের মঞ্চে গান গেয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন বহু গায়ক-গায়িকা। যার মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গের অরুণিতা কাঞ্জিলাল ও পবনদীপের। কিন্তু জনপ্রিয় হওয়া সত্ত্বেও এমন অনেকেই আছেন যাদের আর্থিক অবস্থা এখন স্থিতিশীল নয়। এমনই একজন হলেন সাওয়াই ভাট।
‘ইন্ডিয়ান আইডল’ সিজন ১২-এর বিচারক ও দর্শকদের মন জয় করেছিলেন সাওয়াই। কিন্তু আজ অর্থের অভাবে সংসার খরচ চালাতে পারছেন তিনি। সেই জন্যে তিনি রাজস্থান সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। যদিও সেখান থেকে এখনও কোনও সাড়া মেলেনি। সাওয়াইকে ‘ইন্ডিয়ান আইডল’ চলাকালীন হিমেশ রেশমিয়াও সাওয়াইকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন।
তারপর বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে তাকে দেখা গিয়েছিল। অমিতাভ বচ্চনের নাতনি নন্দা নাভেলি তার গান শুনে প্রশংসা করেছিলেন। কিন্তু এই খ্যাত ছিল খুব অল্প সময়ের। ‘ইন্ডিয়ান আইডল’-এর সিজন ১২ শেষ হতেই আবার ভিড় মাঝে হারিয়ে যায় সাওয়াই।
প্রসঙ্গত, রাজস্থানের একটি ছোট গ্ৰামের বাস করতেন সাওয়াই। তার স্বপ্ন ছিল বড় গায়ক হওয়ার। কিন্তু সংসার দায়ে একসময় গ্ৰামে গ্ৰামে গিয়ে পুতুল খেলা দেখিয়ে টাকা রোজগার করতেন তিনি। তবে ‘ইন্ডিয়ান আইডল’-এর সুবাদে নিজের স্বপ্ন পূরণ করার একটা সুযোগ পেয়েছিলেন তিনি। নিজের প্রতিভার জন্যে জনপ্রিয়তাও অর্জন করেছিলেন।
কিন্তু রিয়ালিটি শো শেষ হতেই চরম অর্থসঙ্কটে পড়তে হয়ে তাকে। কারণ এখন পুতুল খেলা দেখার অনেকটাই আগ্ৰহ অনেকটাই কমে গিয়েছে। প্রায় কাজ নেই বললেই চলে। মিউজিক রিয়ালিটি শোয়ের মঞ্চেও সাওয়াই নিজের দুঃখ, দুর্দশার কথা জানিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত কেউ পাশে এসে দাঁড়াননি। তাই এখন সংসার খরচ চালাতে সরকারি সাহায্য চাইতে বাধ্য হলেন সাওয়াই।