বিশ্বমঞ্চে গর্বিত বাংলা! অস্কারের মঞ্চে ডাক পেলেন এই ৫ বাঙালি

একা ইমন চক্রবর্তী (Iman Chakraborty) নন। ২০২৫ সালের অস্কার (Oscar 2025) প্রতিযোগিতায় বাংলা থেকে ডাক পেলেন এই ৫ বাঙালি। বিশ্বমঞ্চে উজ্জ্বল হল বাংলার মুখ। একসঙ্গে পাঁচ-পাঁচজন বাঙালির নাম উঠলো অস্কারের প্রতিদ্বন্দ্বিতায়। নিঃসন্দেহে এটা বাংলা তথা গোটা দেশের কাছে গর্বের বিষয়। ২টি গানের জন্য একসঙ্গে ৫ জন বাঙালি শিল্পীর গেল অস্কারের মঞ্চে।

পুতুল সিনেমার বাংলা গান ‘ইতি মা’ ও ব্যান্ড অফ মহারাজাস ছবির পাঞ্জাবি গান ‘ইস্কওয়ালা ডাকু’, এই দুটি গান স্বীকৃত হয়েছে অস্কারের মঞ্চে। এই দুটি গানের জন্য সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক স্কোরের প্রতিযোগিতা হবে। যার জন্য ৩ জন কন্ঠ শিল্পী এবং ২ জন সঙ্গীত পরিচালক‌ সুযোগ পেয়েছেন যারা প্রত্যেকেই বাঙালি। তারা হলেন ইমন চক্রবর্তী, পন্ডিত বিক্রম ঘোষ, শমীক কুন্ডু, সায়ন গঙ্গোপাধ্যায় এবং ডালিয়া মাইতি বন্দ্যোপাধ্যায়।

Iti Maa

সেরা মৌলিক গানের জন্য ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোর এর জন্য ১৪৬ টি নির্বাচিত গানের ব্যালাটের মধ্যে জায়গা পেয়েছে এই দুটি গান। ১৭ই ডিসেম্বর ভোটিংয়ের মাধ্যমে ১৫ টি গান এবং অরিজিনাল স্কোরের জন্য ২০ টি গানকে বাছাই করা হবে। প্রথম রাউন্ডের ভোটিং হবে ৯ ই ডিসেম্বর। এদিন ১৫ টি গান এবং ২০ টি অরিজিনাল স্কোরের জন্য ভোটাভুটি চলবে।

আরও পড়ুন : কথা নয়, বাস্তবে এই সুন্দরীর সঙ্গে প্রেম করছে এভি, প্রকাশ্যে সাহেবের প্রেমিকার পরিচয়

Oscars 2025

আরও পড়ুন : ‘নিম ফুলের মধু’তে পর্ণা ও সৃজনের ছেলে আসলে কে?

ইমনের গাওয়া ‘ইতি মা’ গানে সুর দিয়েছেন সায়ন। ইশকওয়ালা ডাকুতে সুর দিয়েছেন বিক্রম ঘোষ এবং গান গেয়েছেন শমীক এবং ডালিয়া। আগামী বছরের ৩রা মার্চ লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে অস্কারের আসর বসবে। এই সাফল্যে খুবই খুশি ইমন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমার ভালো লাগছে, আনন্দ হচ্ছে খুব। আমি সুপার হ্যাপি। আমি নিজের থেকেও বেশি খুশি বাংলা গান নমিনেশন পেয়েছে।”