টলিউডের (Tollywood) নতুন সেনসেশন! রাতারাতি গোটা বাংলার ক্রাশ হয়ে উঠেছেন ‘কিশোরী’ ওরফে ইধিকা পাল (Idhika Paul)। তবে জানেন কি এই অভিনেত্রীর আসল নাম? একের পর এক বাংলা সিরিয়াল দিয়ে যিনি মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন আগেই, দেবের হাত ধরে টলিউডে ডেবিউ করার পর অবশেষে জানা গেল তার আসল পরিচয়। ইধিকা, নামটি নাকি তার আসল নামই নয়।
রিমলি, কপালকুণ্ডলা, পিলু, একের পর এক বাংলা সিরিয়ালে চুটিয়ে কাজ করার পর দেবের ‘খাদান’ (Khadaan) সিনেমার হাত ধরে টলিউডে পা রাখলেন ইধিকা। শুরুতেই কিস্তিমাত। ‘কিশোরী’ গানের পাশাপাশি দেবের নায়িকার নাম এখন মানুষের মুখে মুখে ফিরছে। কিন্তু এটা তার আসল নাম নয়। ইন্ডাস্ট্রিতে পা রাখার কিছু সময় পরই নিজের নাম বদলে ফেলেন ইধিকা।
আসলে ইধিকার অফিসিয়াল নাম ছিল টুম্পা পাল। ইধিকা নামটি তিনি নিজে পছন্দ করেছিলেন। এটা আসলে দেবী পার্বতীর একটি নাম। আজ এই নামেই তাকে চেনে গোটা বাংলা। যদিও ‘কিশোরী’ গানটি এতটাই ভাইরাল হয়েছে বাংলায় যে এখন অনেক দর্শক, যারা বাংলা সিরিয়াল দেখেন না তারা ইধিকাকে কিশোরী নামেই চিনছেন।
আরও পড়ুন : আসছে বড় ধামাকা! অভিনয় ছেড়ে নতুন অবতারে ফিরছেন সুপারস্টার দেব
আরও পড়ুন : সেলফি তুলতে গিয়ে দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ! ‘খাদান’ সিনেমার এই অভিনেত্রী আসলে কে?
কপালকুণ্ডলা, রিমলি সিরিয়ালের পর পিলুতে রঞ্জা চরিত্রটি করার পর তার জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। সেকেন্ড লিড হয়েও তিনি নজর কেড়েছিলেন। টলিউডে পা রাখার আগে তিনি বাংলাদেশের সুপার স্টার শাকিব খানের সঙ্গে ঢালিউডের প্রিয়তমা সিনেমায় অভিনয় করেন। তবে দেবের খাদান সিনেমা তার জন্য মাইলস্টোন। অনেকেই বলছেন তিনি আগামী দিনে টলিউডের তুরুপের তাস হতে চলেছেন।