দেবের খাদান সিনেমাতে অভিনয় করেই ভাগ্য বদলে গেল ইধিকা পালের। এখন একটার পর একটা সুযোগ আসছে তার হাতে। বাংলা সিরিয়ালের এই অভিনেত্রী এখন টলিউডের দাপুটে নায়িকা। খাদানের কিশোরী হয়ে কোটি কোটি মানুষের মন জয় করেছেন তিনি। আর এবার তাই তার হাতে এল আরও বড় সুযোগ। আরও বড় সিনেমার অফার পেলেন তিনি। এবার ইধিকার সামনে নায়িকা থেকে সুপারস্টার হয়ে ওঠার সুযোগ এসেছে।
কপালকুণ্ডলা, রিমলি, পিলু, একটার পর একটা সিরিয়ালে কাজ করেছেন ইধিকা। সিনেমাতে তার প্রথম ব্রেক আসে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা সিনেমার হাত ধরে। আর টলিউডে দেবের সিনেমার নায়িকা হয়ে তিনি ডেবিউ করলেন। এবার তার সামনে এল দেবেরই আসন্ন ছবি রঘু ডাকাতের প্রস্তাব। খাদানের পর এখন এই সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত দেব। এই বছরই পুজোতে মুক্তি পাবে রঘু ডাকাত। তাই প্রস্তুতি এখন তুঙ্গে।
রঘু ডাকাত দেবের স্বপ্নের প্রজেক্ট। সেই ছবির অংশ হতে পেরে ইধিকা তাই খুবই খুশি। খাদানের পর দেবের এই নতুন সিনেমার অংশ হতে পেরে ইধিকা নিজেকে ধন্য মনে করছেন। দেব যে আরও একবার তার উপর বিশ্বাস রাখলেন, এটা ভেবে তিনি খুবই উত্তেজিত। এই সিনেমায় সোহিনী সরকারও থাকছেন দেব ও ইধিকার সঙ্গে। সোহিনীর সঙ্গে এর আগে কখনও কাজের সুযোগ হয়নি ইধিকার। তবে সোহিনী খুবই ফ্রেন্ডলি প্রকৃতির মানুষ। ইধিকাও তাই তার সঙ্গে কাজ করতে উৎসাহী।
আরও পড়ুন : আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল হল ভারতের মুখ! বিদেশের মাটিতেও সেরার সেরা এই বলিউড সিনেমা
আরও পড়ুন : অতিরিক্ত আধ ঘন্টার সিন নিয়ে ওটিটিতে আসছে পুষ্পা ২! কবে কোথায় মুক্তি পাবে ‘আনকাট পুষ্পা ২’?
রঘু ডাকাত সিনেমাটির পরিচালনা করবেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে এই সিনেমাটির কথা ঘোষণা হয়েছিল। কিন্তু কাজ শুরু হল ২০২৫ সালে এসে। এই বছরেরই পূজোতে দেবের বিগ রিলিজ হবে রঘু ডাকাত। সেই সঙ্গে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেবের প্রজাপতি সিনেমার পার্ট টু আসবে এই বছরই।