জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি দর্শকদের খুবই পছন্দের একটি সিরিয়াল। তবে এই সিরিয়াল এখন নাকি ক্রমশ শেষের পথে এগোচ্ছে। গল্পের মোড় যেদিকে যাচ্ছে তাতে মেঘ আর নীলের বিয়ে দেখিয়ে অন্তিম সম্প্রচার হবে বলেই মনে করছিলেন দর্শকরা। তবে না, সিরিয়ালের এন্ডিং এতটাও সুখের হবে না। শেষ লগ্নে আরও বড় এক টুইস্ট আসতে চলেছে দর্শকদের জন্য।
মেঘ এবং নীলের পুনরায় বিয়ে
মেঘ এবং নীলের মধ্যে বিচ্ছেদের পর কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস। কিন্তু নীলের পরিবার এত সহজে সবকিছু শেষ হয়ে যেতে দিতে রাজি নয়। অন্যদিকে মেঘের বাবা-মা ও বুঝতে পারেন নীলের থেকে দূরে গিয়ে মেঘ ভালো নেই। তাই তাদের পুনরায় বিয়ের ব্যবস্থা হয় দুই পরিবারের তরফ থেকে। তবে তারা জানে না সেই কথা।
ময়ূরীর নতুন ষড়যন্ত্র
শুধু মেঘ আর নীল নয়, বিয়ের এই রহস্যটা লুকিয়ে রাখা হয় ময়ূরীর থেকেও। অনেক চেষ্টা করেও সে জানতে পারে না মেঘের হবু বর আসলে কে। তবে গায়ে হলুদের দিন গিনি আর জিষ্ণুকে একসঙ্গে দেখে তার সন্দেহ হয়। সে লুকিয়ে রূপের সাহায্য নিয়ে একটা বন্দুক সংগ্রহ করে রাখে। এদিকে বিয়ের দিন সবকিছু ফাঁস হয়ে যায়।
বিয়ের রাতে তুলকালাম
বিয়ের রাতে লজে পৌঁছাতে দেরি করে ছেলের বাড়ির লোকেরা। তবে যখন সবাই পৌঁছোয় তখন জানা যায় নীলই আসলে মেঘের হবু বর। এদিকে এত কিছুর পরে ওই মেঘ ও নীলের বিয়ে হচ্ছে দেখে রাগে ফুঁসে ওঠে ময়ূরী। সে তার লুকোনো বন্দুকটা বের করে আর মেঘকে মারার চেষ্টা করে। তবে মেঘ আর ময়ূরীর মাঝে এসে পড়ে নীল।
ময়ূরীর গুলির সামনে থেকে মেঘকে ধাক্কা মেরে সরিয়ে দিতে পারলেও নীল নিজেকে বাঁচাতে পারে না। যার ফলে গুলি এসে লাগে তার বুকে। সেখানেই লুটিয়ে পড়ে সে। অন্যদিকে পুলিশ এসে ধরে নিয়ে যায় ময়ূরীকে। আর নীলের রক্তাক্ত দেহ আঁকড়ে ধরে বসে থাকে মেঘ।
আরও পড়ুন : দীপা, পর্ণা সবাই ফেল! দর্শকদের বিচারে বাংলা সিরিয়ালের সেরা নায়িকা কে?
আরও পড়ুন : রাতারাতি মুখবদল! বদলে গেল ‘জল থৈ থৈ ভালোবাসা’র নায়কের মুখ
কী হবে ইচ্ছে পুতুলের গল্পের পরিণতি?
এরপর তড়িঘড়ি নীলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও মেঘের মুখে কোনও কথা নেই। আচমকা এই ঘটনার কারণে শক পেয়ে নিশ্চুপ হয়ে যায় মেঘও। পাথরের মূর্তির মত বসে থাকে সে। গিনি-জিষ্ণু সহ পরিবারের সকলে তাকে কথা বলানোর চেষ্টা করে। কিন্তু মেঘ কোনও উত্তর দেয় না। তাহলে কি এবার নীলের মৃত্যুর মধ্যে দিয়ে ট্রাজেডিক পরিণতি দেখানো হবে ইচ্ছে পুতুলের? জানা যাবে আগামী পর্বে।