ধীরে ধীরে কলকাতা শহরে বাড়ছে মেট্রোর যাত্রা পথ। এবার পূর্ব-পশ্চিমে নতুন রুটে মেট্রোর সম্প্রসারণ হবে। যার ফলে হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোতে যাতায়াত করা যাবে। খুব তাড়াতাড়ি এই লাইনে কাজ শুরু হয়ে যাবে বলেও শোনা যাচ্ছে এখন। রেলওয়ে সেফটি কমিশনারের থেকেও এই কাজ শুরুর ছাড়পত্র মিলেছে। নতুন এই যাত্রাপথে ভাড়া কত? কবে থেকে যাতায়াত শুরু করতে পারবেন যাত্রীরা? সব জেনে নিন এই প্রতিবেদনে।
মেট্রোপথে জুড়ে যাবে শহরের পূর্ব-পশ্চিম প্রান্ত
নতুন এই মেট্রোপথে হাওড়া এবং সল্টলেক, কলকাতা শহরের এই গুরুত্বপূর্ণ প্রান্তের মধ্যে মেট্রো সংযোগ স্থাপন করা হবে। এতদিন এই পথে দুটি আলাদা আলাদা রুটে মেট্রো চালু ছিল। হাওড়া ময়দান থেকে এসপ্লানেড এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল করেছে এতদিন। এবার সরাসরি হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে মেট্রো সংযোগ স্থাপন হলে পূর্ণাঙ্গ ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর তৈরি হবে।
হাওড়া থেকে সল্টলেক যেতে মেট্রো ভাড়া কত লাগবে?
নতুন এই পথে মেট্রো ভাড়া থাকবে সাধারণের নাগালের মধ্যে। সূত্রের খবর মে মাসেই মেট্রোর নতুন পথ এগোনোর কর্মসূচি শুরু হয়ে যাবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পথের দূরত্ব ১৬.৫ কিলোমিটার। মেট্রোপথে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে মাত্র ৩৫ মিনিট। বাসে কিংবা গাড়িতে এই পথ পাড়ি দিতে এতদিন সময় লাগতো দেড় ঘণ্টারও বেশি। আবার ভাড়াও বেশি লাগতো। সেই জায়গায় মেট্রোতে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যেতে ভাড়া লাগবে মাত্র ৩০ টাকা।
হাওড়া থেকে সেক্টর ফাইভ মেট্রো ভাড়ার স্ল্যাব রেট
ইতিমধ্যেই কলকাতা মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে নতুন এই রুটে ভাড়া কিলোমিটার স্ল্যাবে নির্ধারণ করা হবে। অর্থাৎ প্রথম ২ কিলোমিটার পর্যন্ত ভাড়া থাকবে পাঁচ টাকা। তারপর ২ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত ভাড়া থাকবে ১০ টাকা। ৫ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত ২০ টাকা, ১০ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত ৩০ টাকা মেট্রোর ভাড়া হবে।