এই একটি কারণে সাবিত্রী চ্যাটার্জীকে হিংসে করতেন সুচিত্রা সেন

সাবিত্রী চ্যাটার্জী এবং সুচিত্রা সেন, দুজনেই ছিলেন স্বর্ণযুগের নায়িকা। তবে সুচিত্রার গ্ল্যামারের কাছে বাকি সব অভিনেত্রীরা ছিলেন ফেল। সমসাময়িক অন্যান্য নায়িকাদের থেকে তাই সুচিত্রা ছিলেন অনেক এগিয়ে। তাই তো তিনি মহানায়িকা। তবে জানেন কি মহানায়িকা হয়েও সুচিত্রা সেন হিংসে করতেন সাবিত্রী চট্টোপাধ্যায়কে? তিনি বহুবার নিজের মুখেই স্বীকার করেছিলেন সাবিত্রীকে তিনি হিংসে করেন। কেন জানেন?

কেন সাবিত্রী চ্যাটার্জীকে হিংসে করতেন সুচিত্রা সেন?

একটি সাক্ষাৎকারে সুচিত্রার সঙ্গে সাবিত্রী তার সম্পর্ক নিয়ে মুখ খোলেন। তিনি বলেন দুজনের মধ্যেই সম্পর্ক ছিল দারুণ। সুচিত্রা ছিলেন বেশ মেজাজী ও মুডি। যখন তখন তিনি রেগেও যেতেন আবার মুড ভালো থাকলে সকলের সাথে হেসে গল্প করতেন। তবে সাবিত্রীকে খুবই স্নেহ করতেন সুচিত্রা। একইসঙ্গে হিংসেও করতেন। কেন সেটা সাবিত্রী ফাঁস করেছিলেন সংবাদ মাধ্যমের কাছে।

Sabitri Chatterjee

কি ঘটেছিল সুচিত্রা এবং সাবিত্রীর মধ্যে?

সুচিত্রা এবং সাবিত্রী একসঙ্গে বেশ কিছু সিনেমাতে কাজ করেছেন। এরকম একটি সিনেমা শুটিংয়ের সময় দুই নায়িকা মেকআপ রুমে মেকআপ করছেন। হঠাৎ সুচিত্রা ডেকে পাঠালেন সাবিত্রীকে। তখনও সাবিত্রীর মেকআপ সম্পূর্ণ শেষ হয়নি। তিনি গেলেন সুচিত্রার রুমে। মহানায়িকা তাকে ডেকেছিলেন গল্প করার জন্য। গল্পের শেষে যখন ওঠার পালা তখন আয়নার দিকে তাকিয়ে সুচিত্রা হঠাৎ বলে উঠলেন, “রূপ দিয়েই ভোলালি রমা। সাবির মত অভিনয় করতে পারলি কই?”

আরও পড়ুন : শুধুমাত্র বাঙাল বলে সুচিত্রা সেনের জীবনের এই স্বপ্নপূরণ হল না

Sabitri Chatterjee And Suchitra Sen

আরও পড়ুন : উত্তমের লাথিতে কোমরে বড় চোট পান! কেন সাবিত্রীকে আঘাত করেছিলেন উত্তম কুমার?

আসলে সাবিত্রীকে ভালোবেসে সাবি বলে ডাকতেন সুচিত্রা। সাবিত্রীর অভিনয় তিনি বেশ পছন্দ করতেন। সকলের সামনেই তিনি বহুবার স্বীকার করেছেন সাবিত্রীর অভিনয়কে তার হিংসে হয়। আসলে অন্য কোনও অভিনেত্রীর কাজ ভাল লাগলে তার প্রশংসা এই ভাবেই করতেন সুচিত্রা সেন।