এগিয়ে আসছে শেষ দিন! বিনামূল্যে আধার কার্ডের ঠিকানা বদলান এইভাবে

আধার কার্ডের ঠিকানা ভুল আছে? আপনার ঠিকানা বদলেছে কিংবা আধার কার্ডে কোথাও ঠিকানা ছাপতে ভুল হয়েছে? তাহলে চটজলদি শুধরে নিন সেই ভুল। যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করে ফেলুন আপনার নতুন ঠিকানা। কারণ UIDAI আধার কার্ডের ঠিকানা বদলানোর অন্তিম দিন নির্ধারণ করে দিয়েছে। আপনি চাইলে অনলাইনে নিজে থেকেও আপনার ঠিকানা বদল করতে পারেন। এর জন্য লাগবে না কোনও টাকা। কীভাবে করবেন এই কাজ? দেখে নিন।

অনলাইনে কীভাবে আধার কার্ডের ঠিকানা বদলাবেন?

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তথা UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই আপনি আধার সেলফ সার্ভিস পোর্টালের লিংক পাবেন। সেই লিংকে ঢুকে আপনি আপনার আধার নম্বর, ক্যাপচা এবং ওটিপির মাধ্যমে নিজের প্রোফাইলে লগইন করতে পারবেন। তারপর প্রয়োজনীয় নথি আপলোড করে প্রক্রিয়াটি নিজেকেই সম্পূর্ণ করতে পারবেন। কীভাবে কোন অপশন থেকে ধাপে ধাপে আধার কার্ডের ঠিকানা বদলাবেন এবার জেনে নিন।

Aadhaar Card

অনলাইনে আধার কার্ডের ঠিকানা বদলান এইভাবে

  • প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in এ ক্লিক করুন।
  • এখানে আপডেট আধার সেকশনে গিয়ে সেলফ সার্ভিস আপডেট পোর্টাল অপশনে ক্লিক করুন।
  • নিজের ১২ সংখ্যার আধার নম্বর বসান।
  • মোবাইলে একটি লিংক এবং ওটিপি পাঠানো হবে। ওটিপি বসিয়ে লিঙ্কে ক্লিক করুন। এরপর প্রসেস টু আপডেট অ্যাড্রেস অপশন আসবে।
  • পরের ধাপে আপনি আপনার ঠিকানায় যা কিছু পরিবর্তন করতে চান সেগুলো টাইপ করুন।
  • আপনার কাছে প্রমাণপত্র চাওয়া হবে। ঠিকানার প্রমাণপত্র পিডিএফ ফরমেটে বা ছবি হিসেবে আপলোড করুন।

এরপর আধারের তরফ থেকে আপনাকে একটি SRN নম্বর দেওয়া হবে। এই নম্বর নিজের কাছে যত্ন করে রাখুন। গ্রিভেন্স ফিডব্যাক সেকশনে গিয়ে এই নম্বর বসিয়ে আপনি আপনার ঠিকানা বদলের আবেদন গ্রাহ্য হল কিনা সেই আপডেট পেয়ে যাবেন।

আরও পড়ুন : আরও সহজ হল UPI লেনদেন! আগামী মাসেই চালু হবে নতুন নিয়ম

Aadhaar Card

আরও পড়ুন : ১লা মে থেকে বদলে যাবে জরুরী এই ৫ টি নিয়ম

আধার কার্ড আপডেটের শেষ দিন কবে?

২০২৫ সালের ১৪ই জুন পর্যন্ত আধার কার্ডের নাম বা ঠিকানা পরিবর্তন করতে পারবেন বিনামূল্যে। তবে এরপর কিছু পরিবর্তন করতে চাইলে তার জন্য দিনের মেয়াদ বাড়ানো হবে কিনা কিংবা নতুন আপডেটের জন্য টাকা লাগবে কিনা সেটা এখনো জানানো হয়নি।