ড্রোন-মিসাইল উড়ে এলে এলার্ট পাবেন মোবাইলেই! অন রাখুন এই সেটিংস

দিনে দিনে উত্তপ্ত হচ্ছে ভারত এবং পাকিস্তানের পরিস্থিতি। গত এক মাসে তা চরম আকার নিয়েছে। লাগাতার ভারতের দিকে হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। পাল্টা দিচ্ছে ভারত। জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানে ঘন ঘন ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান। যেখানে হামলা হচ্ছে বা হবে সেখানে সাইরেন বাজিয়ে এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে। তবে জানেন কি হামলা হলে আপনি মোবাইল থেকেও এমার্জেন্সি অ্যালার্ট পেতে পারেন? তার জন্য নিজের মোবাইলে ছোট্ট একটা সিস্টেম চালু রাখতে হবে।

মোবাইলে অন রাখুন এমার্জেন্সি অ্যালার্ট

শুধু যুদ্ধ পরিস্থিতিই নয়, মোবাইলে এলার্ট সিস্টেম চালু রাখলে জঙ্গিহানা, ভূমিকম্প, বন্যার মত যে কোনও প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কতা পেতে পারেন। তবে এলার্ট পেতে গেলে মোবাইলে নেটওয়ার্ক থাকতে হবে। নেটওয়ার্ক না থাকলে এলার্ট পাওয়া যাবে না। অ্যান্ড্রয়েড এবং আইফোনে আপনি এই সুবিধা পাবেন।

 Emergency Alert

এন্ড্রয়েড ফোনে কীভাবে ইমারজেন্সি এলার্ট অন করবেন?

  • সেটিং অপশন খুলুন।
  • সেফটি এন্ড এমার্জেন্সি অপশন বা এমার্জেন্সি অ্যালার্ট অপশনে ক্লিক করুন।
  • ওয়ারলেস ইমারজেন্সি অ্যালার্ট অপশন সিলেক্ট করুন।
  • উল্লেখ্য, বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে এই সেটিংস আলাদা নামে থাকতে পারে।

আরও পড়ুন : চাইলেই আর পাওয়া যাবে না মোবাইলের সিম! কঠিন নিয়ম আনল টেলিকম মন্ত্রক

 Emergency Alert

আরও পড়ুন : পিন চুরি আটকে রুখে দেবে জালিয়াতি! ATM মেশিনে CANCEL বোতামের আসল কাজ কী?

আইফোনে কীভাবে ইমার্জেন্সি এলার্ট অন করবেন?

  • সেটিংস অ্যাপ খুলুন।
  • নোটিফিকেশন স্ক্রলের একেবারে নিচে গভর্নমেন্ট এলার্ট টগল অন টেস্ট এলার্ট অপশন ক্লিক করলে এলার্ট পাবেন।