আধার কার্ড বর্তমানে প্রত্যেকটি ভারতীয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বর্তমানে যে কোন সরকারি এবং বেসরকারি কাজের ক্ষেত্রে লাগে। বহু ক্ষেত্রেই আধার কার্ডের জেরক্স কপি দিতে হয়। আধার কার্ডের সুরক্ষা নিয়ে আশঙ্কায় থাকেন অনেকেই। আপনার আধার কার্ড অন্য কেউ ব্যবহার করছে না তো? কীভাবে বুঝবেন আপনার আধার কার্ডের অপব্যবহার হচ্ছে কিনা? জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।
আধার কার্ডের অপব্যবহার হচ্ছে কিনা জানবেন কীভাবে?
আধার কার্ড যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি নথি, তাই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর সুরক্ষায় একাধিক ব্যবস্থাও রেখেছে। তবুও যদি কেউ মনে করেন তার আধার কার্ডের অপব্যবহার হচ্ছে এক্ষেত্রে তিনি UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন। পদ্ধতিটা জেনে রাখুন।
কীভাবে চেক করবেন?
- UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট খুঁজুন সবার আগে।
- আধার পরিষেবা অধীনে আধার অথেন্টিকেশন হিস্ট্রি অপশনটি ক্লিক করুন।
- এবার আপনার আধার নম্বর এবং ক্যাপচা কোড লিখে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করুন।
- আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি লিখে সাবমিট করুন।
- এরপর আপনার স্ক্রিনে একটি তালিকা দেখানো হবে সেখানে আপনি আপনার আধার কার্ড ব্যবহারের ইতিহাস দেখতে পাবেন।
- আপনি এই পদ্ধতিতে আপনার আধার কার্ড ব্যবহারের শেষ ৬ মাসের রেকর্ড দেখতে পাবেন।
আরও পড়ুন : দিনে দিনে বাড়ছে জালিয়াতি! আধার কার্ড, প্যান কার্ড সুরক্ষিত রাখবেন কীভাবে?
আরও পড়ুন : প্যান, আধার, রেশন কার্ড নয়! এবার ভারতের নাগরিকত্ব প্রমাণে লাগবে অন্য নথি
আধার কার্ড অপব্যবহার হলে কী করবেন?
যদি দেখেন আপনার অজান্তে আপনার আধার কার্ড কোথাও ব্যবহার হয়েছে সেক্ষেত্রে তখনই সতর্ক হোন। UIDAI এর অফিসিয়াল টোল ফ্রি নম্বর ১৯৪৭ এ ফোন করে অভিযোগ করতে পারেন। এছাড়া আপনি ইমেইল মারফত সরাসরি UIDAI এর কাছে আপনার অভিযোগ জানাতে পারেন।