কখন বেরোবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? কোন লিংকে দেখবেন ফলাফল?

গত ২রা মে প্রকাশিত হয়েছে ২০২৫ সালের মাধ্যমিকের রেজাল্ট। মধ্যশিক্ষা পর্ষদের পর এবার উচ্চশিক্ষা পর্ষদও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করতে চলেছে। আগামী ৭ই মে প্রকাশ পাবে পশ্চিমবঙ্গের এই বছরের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। রেজাল্টের সব আপডেট কোথায় পাবেন? কটার সময় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হবে? কোন লিংকে গিয়ে দেখবেন ফলাফল? এক নজরে দেখুন এই প্রতিবেদনে।

পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ২০২৫

আগামী ৭ই মে বেলা ১২:৩০ টার সময় সল্টলেকে বিদ্যাসাগর ভবন থেকে একটি প্রেস কনফারেন্স মারফত উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা হবে। অনলাইনে ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট দেখতে পাবেন বেলা ২ টো থেকে। এই বছর মোট ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। অন্যান্য বারের তুলনায় সংখ্যাটা খুবই কম। এর মধ্যে ছাত্রীদের সংখ্যা ২ লক্ষ ৭৭ হাজার।

Higher Secondary Result 2025

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন?

৭ই মে ফল প্রকাশের পরদিনই মার্কশিটের হার্ডকপি হাতে পেয়ে যাবেন ছাত্র-ছাত্রীরা। ৮ই মে সকাল ১০টা থেকে নিজেদের স্কুলে গিয়েই তারা তা সংগ্রহ করতে পারবেন। এই বছর পশ্চিমবঙ্গের মোট ২,০৮৯ টি পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে প্রত্যেকটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। সেই সঙ্গে প্রশ্ন ফাঁস আটকাতে প্রশ্নপত্র এবং উত্তরপত্রে কিউআর কোড এবং বারকোডের ব্যবস্থাও ছিল।

কীভাবে অনলাইনে উচ্চমাধ্যমিকে রেজাল্ট দেখবেন?

শুধুমাত্র উচ্চমাধ্যমিকে রোল নাম্বার দিয়েই অনলাইনে রেজাল্ট জানা যাবে। এর জন্য রয়েছে সরকারি দুটি ওয়েবসাইট। https://result.wb.gov.in/ ও https://results.digilocker.gov.in/ ৭ই মে বৃহস্পতিবার বেলা ২ টোর পর এই দুটো সাইট থেকে অনলাইনে রেজাল্ট জানা যাবে।

Higher Secondary Result 2025

অনলাইনে রেজাল্ট দেখার ওয়েবসাইট

  1. https://result.wb.gov.in/,
  2. https://results.digilocker.gov.in/