নিজের মাধ্যমিকের খাতা দেখতে চান? আবেদন করুন এইভাবে 

গত ২রা মে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ছাত্র-ছাত্রীরা যারা নিজেদের ফলাফলে খুশি নন তারা চাইলে স্ক্রুটিনি কিংবা রিভিউয়ের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু যদি কেউ নিজের মাধ্যমিকের খাতা দেখতে চান সেই উপায়ও রেখেছে মধ্যশিক্ষা পর্ষদ। যদি পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্রের সার্টিফায়েড কপি চান তাহলে তাদের নির্দিষ্ট জায়গায় আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন? কী কী নথি লাগবে দেখুন।

নিজের মাধ্যমিকের খাতা দেখবেন কীভাবে?

ছাত্র-ছাত্রীরা যদি নিজেদের মাধ্যমিকের খাতা দেখতে চান সে ক্ষেত্রে তাদের তথ্যের অধিকার আইন অর্থাৎ RTI এর আওতায় আবেদন করতে হবে। আবেদনের প্রক্রিয়া, জমা দেওয়ার স্থান, নির্ধারিত সময়সীমা এবং প্রয়োজনীয় নথির তালিকা রইল নিচে।

RTI

RTI করবেন যেভাবে

  • একটি সাদা কাগজে আপনার যাবতীয় প্রয়োজনীয় তথ্য লিখে খাতা দেখতে চেয়ে আবেদন করতে হবে।
  • আবেদন পত্রে পরীক্ষার্থীর নাম, অভিভাবকের নাম, ঠিকানা, যোগাযোগ নম্বর, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং যে বিষয়ে উত্তর পত্রের কপি চাইছেন তার উল্লেখ থাকতে হবে।
  • অথবা পর্ষদের তরফ থেকেও নির্দিষ্ট ফরম্যাট আপনি অনলাইনে পেয়ে যাবেন।
  • এই আবেদন পত্রের সঙ্গে ১০ টাকার কোর্ট ফি দিতে হবে।

আবেদন জমা দেবেন কোথায়?

RTI এর এই আবেদন পশ্চিমবঙ্গে ৪টি অঞ্চলিক অফিসের মধ্যে যেকোনোটিতে দিতে হবে। রোল নাম্বার এর প্রথম সংখ্যা অনুসারে আঞ্চলিক অফিস বেছে নিতে হবে। যেমন,

  • উত্তরবঙ্গ : যাদের রোল নাম্বার ২ দিয়ে শুরু।
  • বর্ধমান : যাদের রোল নাম্বার ৪ দিয়ে শুরু।
  • মেদিনীপুর : যাদের রোল নাম্বার ৬ দিয়ে শুরু।
  • কলকাতা : যাদের রোল নম্বর ৮ দিয়ে শুরু।

আবেদনপত্র নিজে অফিসে গিয়ে অথবা ডাকযোগে পাঠানো যাবে। নিচে রইল এই ৪ টি আঞ্চলিক অফিসের ঠিকানা।

Madhyamik 2025

কত দিনের মধ্যে আবেদন করতে হবে?

মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর ৭৫ দিনের মধ্যে RTI করা যাবে। অর্থাৎ এবছর ১৬ই জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে যদি কেউ স্ক্রুটিনি কিংবা রিভিউয়ের আবেদন করে থাকেন, তারা সেই আবেদনের ফলাফল প্রকাশের পর তবেই খাতা দেখার আবেদন করতে পারেন। ৩১ শে জুলাই ২০২৫ এর পর আর আবেদন নেওয়া হবে না।

আরও পড়ুন : কখন বেরোবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? কোন লিংকে দেখবেন ফলাফল?

কী কী নথি লাগবে?

  • মাধ্যমিকের রেজাল্টের সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স কপি।
  • উত্তরপত্রের পাতা পিছু ২ টাকা করে চার্জ। তবে বিপিএল তালিকাভুক্তদের জন্য আবেদন ফি লাগবে না। তাদের বিপিএল সার্টিফিকেট জমা দিলেই হবে।
  • উত্তরপত্রের কপি পরীক্ষার্থী কিংবা তার আইনি অভিভাবক নিতে পারবেন। তার জন্য তাদের পরিচয় পত্র এবং অনুমোদন পত্র দেখাতে হবে।

আরও পড়ুন : এই মেয়েরা আর পাবেন না কন্যাশ্রীর টাকা! বদলে গেল নিয়ম

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন করার পর উত্তরপত্রের কপি সংগ্রহের তারিখ এবং সময় চিঠি, ফোন কিংবা ইমেইল মারফত জানানো হবে। আবেদনপত্রে অসংগতি কিংবা কোর্ট ফি না দিলে তা বাতিল করা হবে। উত্তরপত্রের যোগফলে যদি কিছু ভুল থাকে বা কোনও প্রশ্নের উত্তরের অংশ না থাকে সেক্ষেত্রে কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে আবেদন করলে অতিরিক্ত চার্জ ছাড়াই সংশোধন করা যাবে।