প্রেমে ঠকিয়েছিলেন মিঠুন, ব্রেকআপের পর কী অবস্থা হয়েছিল শ্রীদেবীর?

বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম! মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে প্রেম ভাঙ্গার পর রীতিমত ভেঙে পড়েছিলেন শ্রীদেবী (Sridevi)। জানেন কি অবস্থা হয়েছিল তার? শ্রীদেবীর গোপন কথা ফাঁস করে দিলেন তার কাছের বান্ধবী তথা অভিনেত্রী সুজাতা মেহতা। জানালেন মিঠুনের সঙ্গে ব্রেকআপের পর কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল শ্রীদেবীকে।

যোগিতা বালিকে বিয়ে করা সত্ত্বেও শ্রীদেবীর প্রেমে পড়েছিলেন মিঠুন। এমনকি তিনি শ্রীদেবীর কাছে বিয়ের খবর লুকিয়েছিলেন বলেও শোনা যায়। গোপনে বিয়ে করেছিলেন মিঠুন এবং শ্রীদেবী, বলিউডের আনাচে-কানাচে এমন গুঞ্জনও শোনা যায়। কিন্তু এই সম্পর্ক টিকলো না বেশিদিন। বাঁধা হয়ে দাঁড়ালেন যোগিতা।

Mithun And Sridevi

মিঠুনের বিবাহিত জীবনের সিক্রেট জানার পর আর এই সম্পর্ক এগোনো সম্ভব হয়নি শ্রীদেবীর পক্ষে। যোগিতাও নাকি আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। শ্রীদেবী যোগিতা এবং মিঠুনের মধ্য থেকে নিজেকে সরিয়ে নেন ঠিকই, কিন্তু এই বিচ্ছেদ মেনে নেওয়া তার পক্ষে খুবই কষ্টকর হয়েছিল। প্রেম ভাঙ্গার যন্ত্রণা তাকে মনে মনে শেষ করে দিচ্ছিল।

শ্রীদেবীর বান্ধবী তথা অভিনেত্রী সুজাতা মেহতা একটি সাক্ষাৎকারে বলেন ওই সময়টা মানসিকভাবে খুবই অস্থির থাকতেন শ্রীদেবী। ভীষণ চুপচাপ হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু শ্রীদেবী ছিলেন জাত অভিনেত্রী। এর প্রভাব কেরিয়ারের উপর পড়তে দেননি তিনি।

আরও পড়ুন : মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেছিলেন মিঠুন! মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রথম স্ত্রীর

Mithun And Sridevi

আরও পড়ুন : টলিউডের নতুন ক্রাশ! ইধিকা পালের আসল নাম কী? ৯৯% মানুষ জানেন না

সুজাতার কথায় মিঠুনকে পাগলের মত ভালোবাসতেন শ্রীদেবী। তাই এই ব্রেকআপ তাকে ভিতর ভিতর ভেঙ্গে দিয়েছিল। শুটিংয়ের পর এক কোনায় চুপচাপ বসে থাকতেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনের সমস্যার প্রভাব কখনও কাজের উপর পড়তে দেননি তিনি। কারন তিনি যে ছিলেন জাত অভিনেত্রী।