এই মারাত্মক ‘দোষে’ ধ্বংস হয়েছিল রাজেশ খান্নার কেরিয়ার, বিপরীতে সুপারস্টার হয়ে যান অমিতাভ

How Rajesh Khanna`s Career Fall Down And Amitabh Bachchan Became Superstar : রাজেশ খান্না (Rajesh Khanna) এবং অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), আশির দশকের বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে দুজনেই ছিলেন মহাতারকা। যদিও রাজেশ খান্না অবশ্য খুব কম সময়ের মধ্যেই ‘সুপারস্টার’ তকমা পেয়েছিলেন। অন্যদিকে অমিতাভের কেরিয়ার ধীরে এগোলেও তিনি বরং রাজেশ খান্নার থেকেও অনেক বেশি দিন পর্যন্ত নিজের ইমেজ ধরে রাখতে পেরেছেন ইন্ডাস্ট্রিতে।

রাজেশ খান্না তার জীবনে প্রায় ১০০ টি ছবিতে অভিনয় করেছেন। অন্যদিকে অমিতাভ বচ্চন ২০০ ছবি পার করে ফেলেছেন। সব থেকে বড় কথা রাজেশ খান্নার কেরিয়ার কিন্তু অমিতাভের থেকে অনেক আগেই প্রায় শেষ হয়ে গিয়েছিল বলা চলে। যার পেছনে তার একটি ‘মারাত্মক ভুল সিদ্ধান্ত’কে দায়ী করেন তার সহকর্মী প্রেম চোপড়া (Prem Chopra)

AMITABH BACHCHAN AND RAJESH KHANNA

প্রেম চোপড়া অমিতাভ এবং রাজেশ দুজনের সঙ্গেই কাজ করার সুযোগ পান। তাই এই দুই নায়ককেই তিনি খুব কাছ থেকে দেখেছেন। প্রেম চোপড়া দাবি করেন রাজেশ তার কেরিয়ারে যে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন অমিতাভ সেটা করেননি। আর সেই কারণেই আজও মানুষের মনে নিজের ইমেজ ধরে রাখতে পেরেছেন অমিতাভ।

প্রেম মনে করেন ইন্ডাস্ট্রিতে যখন একের পর এক জুনিয়র অভিনেতার আবির্ভাব হতে থাকে তখন রাজেশ খান্না ক্রমশ পিছিয়ে পড়তে থাকেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন জীবনে কখনও দ্বিতীয় অভিনেতা বা পার্শ্ব চরিত্রে অভিনয় করবেন না। তিনি বরাবর এক নম্বরে থাকতে চেয়েছিলেন। তার এই জেদ তার কেরিয়ারকে তলানিতে নিয়ে গিয়েছিল।

AMITABH BACHCHAN AND RAJESH KHANNA

অন্যদিকে এই একই সমস্যার মুখে পড়েছিলেন অমিতাভও। কিন্তু তিনি বুঝে গিয়েছিলেন টিকে থাকতে হলে নতুন অভিনেতাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। তিনি তাই দ্বিতীয় অভিনেতার পাশাপাশি পার্শ্বচরিত্রেও কাজ করতে শুরু করেন। নতুনদের সঙ্গে কাজ করতে অমিতাভ কখনও পিছিয়ে আসেননি। আর সেই কারণেই ৫ দশক পেরিয়েও সবার মনের রাজত্ব করছেন অমিতাভ।

AMITABH BACHCHAN

আরও পড়ুন : নায়কদের থেকে বেশি পারিশ্রমিক পেতেন সালমান খানের এই নায়িকা, জানেন তার পরিচয়?

প্রেম আরও বলেন রাজেশ খান্না ‘উপকার’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের প্রস্তাবে শুটিংয়ের একদিন আগে ‘না’ বলে দেন। তাই সেই চরিত্রটি গিয়েছিল প্রেমের কাছে। এই ছবি প্রেমের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। রাজেশ খান্নার হঠকারী সিদ্ধান্ত প্রেম চোপড়ার কেরিয়ার বাঁচালেও তাকে ব্যাকফুটে ঠেলে দেয়। ইন্ডাস্ট্রিতে এক নম্বর থাকার জেদের বশে রাজেশ নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছিলেন।

আরও পড়ুন : মেয়ের সব ভার ঐশ্বর্যের, বাবা হয়ে আরাধ্যার কোনও দায়িত্বই নেননি অভিষেক! কেন জানেন?