Beyonce India Poor : সদ্য মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনন্ত-রাধিকার স্পেশাল অনুষ্ঠানকে আরও স্পেশাল করে তোলার জন্য নাচ-গান করতে হলিউড পপ গায়িকা রিহানাকে (Rihanna) ৬৬ থেকে ৭৪ কোটি টাকা দিয়েছেন আম্বানি। সেই নিয়ে চর্চা এখন তুঙ্গে। এই প্রসঙ্গে উঠছে আমেরিকান পপ গায়িকা বিয়ন্সের (Beyoncé) নাম। ভারতকে অপমান করার জন্য এই বিদেশী গায়িকাকে একবার উচিত শিক্ষা দিয়েছিলেন মুকেশ আম্বানি।
Beyonce In Isha Ambani Marriage
২০১৮ সালে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির মেয়ে ইশা আম্বানির (Isha Ambani) বিয়ের অনুষ্ঠান ছিল। আজ পর্যন্ত গোটা এশিয়ার মধ্যে সবথেকে ব্যয়বহুল ছিল এই বিয়ের অনুষ্ঠান। ইশা ও আনন্দ পিরামলের বিয়েতে একরাতের জন্য নাচ-গানের অনুষ্ঠানের ডাক পেয়েছিলেন বিয়ন্সে। তার জন্য নাকি তাকে সেই সময় ৪ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক দেওয়া হয়েছিল।
ওই রাতে বিয়ন্সে ৬০ জন নৃত্য শিল্পীর একটি দল নিয়ে উদয়পুরে ইশা আম্বানির ওয়েডিং ভেনুতে এসে পৌঁছান। সারারাত নাচ-গানের অনুষ্ঠান করেছিলেন তিনি। তার দরুণ পারিশ্রমিকও পান। এটাই ছিল তার জীবনে প্রথম কোনও ভারতীয় বিয়ে বাড়ির পারফরমেন্স। তাকে বলা হয়েছিল তিনি ইশা আম্বানির প্রিয় গায়িকা। তাই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এর নেপথ্যে আসলে অন্য এক কারণ ছিল।
Beyoncé On India Poor
বিয়ন্সে আসলে একবার ভারত সম্পর্কে খারাপ মন্তব্য করেছিলেন। তিনি প্রকাশ্যে বলেন, “ভারত হল সবথেকে গরিব একটি দেশ।” আমেরিকান পপ গায়িকার মুখে এই কথা শুনে ফুঁসে উঠেছিলেন ভারতীয়রা। তুমুল বিতর্ক হয়েছিল তার এই বক্তব্যকে কেন্দ্র করে। তবে আদতে বিয়ন্সের সব অহংকার ভেঙে দিয়ে তাকে যোগ্য জবাব দেন মুকেশ আম্বানি।
বিয়ন্সের ওই মন্তব্যের পরপরই মেয়ের বিয়েতে পারফর্ম করার জন্য তাকেই আমন্ত্রণ জানান ভারত শ্রেষ্ঠ ধনকুবের। যে বিদেশী গায়িকা ভারতকে ছোট করে ‘সবথেকে গরিব দেশ’ বলেছিলেন সেই গায়িকাকেই মেয়ের বিয়েতে নাচ গান করার জন্য ডাকেন মুকেশ আম্বানি। এক রাতের পারিশ্রমিক হিসেবে তাকে ভারতীয় মুদ্রায় ৩৩ কোটি টাকা দেওয়া হয়েছিল।
আরও পড়ুন : অনন্ত আম্বানির বিয়েতে নেচে কত টাকা নিলেন শাহরুখ খান?
আরও পড়ুন : রূপে লক্ষ্মী গুণে সরস্বতী! নীতা আম্বানির নাচ দেখে মুগ্ধ সোশ্যাল মিডিয়া
প্রায় ৬ বছর পর ছোট ছেলের বিয়ের প্রি ওয়েডিংয়েও এক বিদেশী গায়িকাকেই বুকিং করেন আম্বানি। রিহানা ও তার দলবল গুজরাটের জামনগরে যে পারফরমেন্স করেছেন এক রাতের জন্য তার দরুণ বিয়ন্সের থেকে দ্বিগুণ টাকা পেলেন। এরপর আর ভারতকে ‘গরিব’ বলতে সাহস পাবেন না কোনও বিদেশী।
View this post on Instagram