বউকে ডিভোর্স দিতে গিয়ে ফতুর! ধনশ্রীকে কত টাকার খোরপোষ দিলেন যুজি চাহাল?

যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার ডিভোর্সের প্রসঙ্গে এখন তোলপাড় ক্রিকেট মহল। ভারতীয় ক্রিকেট টিমের এই সদস্যের নাকি ঘর ভেঙেছে। তার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্ত্রী নাকি ডিভোর্স চেয়েছেন। আর সেই ডিভোর্সের পরিপ্রেক্ষিতে ধনশ্রীকে নাকি মোটা টাকার খোরপোষ দিতে হবে যুজি চাহালকে। এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। উঠছে পুরুষের অধিকার রক্ষার দাবি।

ভাঙছে ধনশ্রী বর্মা এবং যুজবেন্দ্র চাহালের বিয়ে

এই ক্রিকেট তারকার ডিভোর্সের খবর সোশ্যাল মিডিয়াতে জানাজানি হতেই সকলে ধনশ্রীকে দোষারোপ করতে শুরু করেন। অনেকেই বলেন শুধুমাত্র টাকা এবং সম্মানের জন্য যুজবেন্দ্রকে বিয়ে করেছেন ধনশ্রী। ধনশ্রী বর্মা পেশায় একজন নৃত্যশিল্পী। সোশ্যাল মিডিয়াতে তার ব্যাপক জনপ্রিয়তা আছে। ২০২০ সালে যুজবেন্দ্রর সঙ্গে তার বিয়েটা হয়। এখন শোনা যাচ্ছে বিয়ে ভাঙার জন্য স্ত্রীকে নাকি ৬০ কোটি টাকা দিচ্ছেন যুজি চাহাল।

yuzvendra chahal dhanashree verma

যুজবেন্দ্রের পাশে দাঁড়ালেন পুরুষ অধিকার রক্ষাকারী সমাজসেবী

সোশ্যাল মিডিয়াতে খোরপোষের খবর জানাজানি হতেই ক্রিকেটারের পাশে দাঁড়ালেন দীপিকা নারায়ণ ভরদ্বাজ নামের এক মহিলা। পুরুষের অধিকার রক্ষার লড়াই করেন এই সমাজসেবী। টুইটার মারফত তিনি যুজবেন্দ্রকে উল্লেখ করে লিখেছেন ‌তিনি যেন ডিভোর্সের পর খোরপোষ দেওয়ার মত ভুল না করেন। বিয়ে যে টেকেনি এটা তার অপরাধ নয়। যে তাকে এত বড় শাস্তি পোহাতে হবে। নিজের কষ্টের উপার্জন খোরপোষ হিসেবে দিয়ে দিতে হবে।

তিনি লিখেছেন, “আমি জানি না যে গুজব রটেছে সেটা সঠিক কিনা যে আপনি আপনার বিচ্ছিন্না স্ত্রীকে ৬০ কোটি টাকা দিচ্ছেন। খালি একটাই অনুরোধ করব আপনি যদি মাঠে একজন ফাইটার হন, মাঠের বাইরেও তাই হন। আপনাকে যদি এই এত অল্প দিনের বিয়ের জন্য এতটুকু, সামান্যতম হুমকি দেওয়া হয় এই কোটি টাকা দেওয়ার জন্য তাহলে দয়া করে হাল ছেড়ে দেবেন না। আপনি কষ্ট করে, কঠিন পরিশ্রম যে টাকা অর্জন করেছেন সেটাই শুধু বাঁচাবেন সেটা নয়, আপনি একটা উদাহরণ তৈরি করবেন সেই সমস্ত পুরুষের কাছে যাঁদের খোরপোষ এবং মহিলাদের অধিকারের নামে ঘাড় মটকানো হয়।”

আরও পড়ুন : ঠোঁটে ঠোঁট, হাতে মদের গ্লাস নিয়ে নাচ! কাঞ্চনের সঙ্গে রোমান্সে ভাসলেন শ্রীময়ী, দিলেন ভিডিও

আরও পড়ুন : সময়-রণবীরের সঙ্গে বিতর্কে রেবেল কিডও! বড়সড় মাশুল দিতে হল অপূর্বা মুখিজাকে

তিনি আরও লেখেন, “এটা খালি একটা সম্পর্কে মানিয়ে নেওয়া, না নেওয়ার ব্যাপার। এটা আপনার দোষ না যে আপনাকে নিজেকে শাস্তি দিতে হবে। আপনি আবার টাকা হয়তো উপার্জন করে নেবেন কিন্তু কখনও এটা ভেবে সুখী হবেন কি একটা মানুষ যে আপনার সঙ্গে খালি দুই বছর থেকেছিল সে এতগুলো টাকা নিয়ে চলে গেল। উনি তো ভালোই উপার্জন করেন, নিজের উপার্জিত টাকায় ভালো ভাবেই বাঁচতে পারবেন তাহলে তাঁর খোরপোষ কেন দরকার?” ওই সমাজসেবীর কথায় সমর্থন জানাচ্ছেন অনেকেই। অনেকেই এত মোটা অংকের টাকা খোরপোষ দেওয়ার বিপক্ষে।