তৃতীয় স্বামীকে ডিভোর্স দিলেন শ্রাবন্তী! নিলেন এত টাকা খোরপোষ

এতদিনে ডিভোর্স হল শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিংয়ের। গত ৯ই এপ্রিল আলিপুর আদালতে খাতায়-কলমে তৃতীয় স্বামীকে ডিভোর্স দিলেন শ্রাবন্তী। সেই ২০২০ সাল থেকে টলিউডের এই অভিনেত্রীর তৃতীয় বিয়ে ভাঙ্গার খবর ঘিরে চর্চা চলেছে। এমনকি রোশনের থেকে তিনি যে খোরপোষের মামলা এনেছিলেন সেই নিয়েও কিছু কম চর্চা হয়নি। অবশেষে ডিভোর্সের পর ঠিক কত টাকা রোশনের থেকে পেলেন শ্রাবন্তী?

ডিভোর্সের পর রোশনের থেকে কত টাকা খোরপোষ পেলেন শ্রাবন্তী?

শ্রাবন্তী রোশনের বিরুদ্ধে ডিভোর্সের মামলা করার পরই শোনা গিয়েছিল তিনি নাকি তার তৃতীয় স্বামীর কাছ থেকে বেশ মোটা টাকার খোরপোষ দাবি করেছেন। এও শোনা গিয়েছিল টাকার অংকটা নাকি প্রায় ৭ লক্ষ। এই নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল শ্রাবন্তীকে। তবে শেষ পর্যন্ত খোরপোষের মামলা থেকে সরে এসেছেন শ্রাবন্তী। রোশনের আইনজীবী নিজে জানিয়েছেন শ্রাবন্তী রোশনের থেকে একটা টাকাও নেননি।

Roshan Singh And Srabanti Chatterjee

রোশনের আইনজীবী শ্যামল মন্ডল সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন দুজনের মধ্যে মিউচুয়াল ডিভোর্স হয়েছে। কোন পক্ষেই খোরপোষ লেনদেন হয়নি। যা রটেছে সে সবকিছুই সত্যি নয়। শান্তিপূর্ণভাবে এই কোর্টের সমস্ত প্রক্রিয়া মিটে গিয়েছে। আইনত এখন আর শ্রাবন্তী রোশনের স্ত্রী নন।

আরও পড়ুন : ছেলের থেকে হবু বৌমা ৬ বছরের বড়! দামিনীকে নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী চ্যাটার্জী

Roshan Singh And Srabanti Chatterjee

আরও পড়ুন : ভিড়ের মাঝে নোংরা স্পর্শের চেষ্টা! যুবককে ঠাঁটিয়ে চড় কষিয়ে দিলেন শ্রাবন্তী

উল্লেখ্য ২০১৯ সালে রোশন এবং শ্রাবন্তীর বিয়ে হয়েছিল। পরপর দুবার বিয়ে ভেঙে রোশনকে বিয়ে করে তৃতীয় সংসার শুরু করেছিলেন শ্রাবন্তী। কিন্তু এক বছরও তারা সংসার করতে পারেননি। এরপর আলাদা থাকতে শুরু করেন দুজনে। এতদিন কোর্টে তাদের ডিভোর্সের মামলা চলছিল। এতদিনে তার নিষ্পত্তি হল।