Sean Banerjee And Srijla Guha`s Charges For Serial : শন ব্যানার্জী (Sean Banerjee) এবং সৃজলা গুহ (Srijla Guha) -র ‘মন ফাগুন’ (Mon Phagun) সিরিয়ালটি একসময় টেলিভিশনের সুপারহিট সিরিয়াল ছিল। টিভির পর্দায় পিহুরাজকে দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করতেন। সিরিয়ালটি প্রায় এক বছরের কাছাকাছি সময় ধরে চলার পর হঠাৎ করে একদিন বন্ধ হয়ে যায়। তারপর থেকে আর নতুন সিরিয়ালে ফেরেননি এই দুই তারকা।
শন ব্যানার্জীর ক্ষেত্রে মন ফাগুন ছিল তার তৃতীয় সিরিয়াল। আর সৃজলার এটাই ছিল প্রথম সিরিয়াল। জনপ্রিয়তার বিচারে শনের পারিশ্রমিক টেলিভিশন ইন্ডাস্ট্রিতে চড়া। তবে সৃজলারও কিন্তু প্রথম সিরিয়াল হিসেবে তিনি বেশ ভালই পারিশ্রমিক পেয়েছিলেন বলে জানা যাচ্ছে। এতদিনে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নায়ক এবং নায়িকার পারিশ্রমিকের অংকটা।
বর্তমানে টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকাদের পারিশ্রমিক শুধু হাজারে নয়, লক্ষ টাকা ছাপিয়ে যাচ্ছে। টেলি ইন্ডাস্ট্রির তাবড় তাবড় তারকারা যে পরিমাণ পারিশ্রমিক পাচ্ছেন সেই পরিমাণ পারিশ্রমিক কার্যত বছরে তিন-চারটে সিনেমা করলেও মিলবে না। সিরিয়ালের ক্ষেত্রে সব থেকে বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন নায়ক এবং নায়িকাই। কখনও কখনও টাকার অংকটা কয়েক লাখে গিয়ে পৌঁছায়।
বিশেষ করে মন ফাগুনের মত জনপ্রিয় সিরিয়াল যেখানে নায়ক এবং নায়িকার কেমিস্ট্রি ছিল প্রধান ইউএসপি সেখানে তাদের পারিশ্রমিক স্বাভাবিকভাবেই বেশ চড়া ছিল। জানা যাচ্ছে যে প্রথমে তাদের পারিশ্রমিক ছিল কম। কিন্তু সিরিয়াল হিট হওয়ার সঙ্গে সঙ্গে পিহুরাজের জনপ্রিয়তা যত বাড়তে থাকে ততই তাদের পারিশ্রমিকের অংকটাও বাড়তে থাকে।
শুরুর দিকে শনের মাসে রোজগার ছিল ১ লক্ষ ৯০ হাজার টাকা। আর সৃজলা পেতেন ১ লক্ষ টাকা। তবে সিরিয়ালের জনপ্রিয়তা যত বাড়তে থাকে ততই পাল্লা দিয়ে বাড়তে থাকে তাদের পারিশ্রমিক। এই জুটির জনপ্রিয়তা তখন এত বেশি ছিল যে সোশ্যাল মিডিয়াতে তাদের নামে আলাদা আলাদা ফ্যান পেজ গড়ে ওঠে। এখনও কিন্তু তাদের জনপ্রিয়তা একটুও কমেনি।
আরও পড়ুন : গুরুতর অসুস্থতায় শয্যাশায়ী, বাঁচার আশা ছিল ক্ষীণ, এখন কেমন আছেন অঞ্জনা বসু?
দর্শকরা আজও মন ফাগুন ২ এর অপেক্ষায় রয়েছেন। কিন্তু শন এবং সৃজলাকেই আবার ফেরত পেতে চান তারা। এই একটি সিরিয়াল মারফত শন ও সৃজলা হয়ে উঠেছিলেন বাংলা সিরিয়ালের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা এবং অভিনেত্রী। যখন এই সিরিয়ালটি শেষ হয় তখন শনের পারিশ্রমিক ছিল ২ লক্ষ ৩০ হাজার টাকা। আর সৃজলা পেয়েছিলেন এক লক্ষ ২৫ হাজার টাকা।
আরও পড়ুন : জাতীয় মঞ্চে গর্বিত বাংলা, সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন সিরিয়ালের এই অভিনেত্রী