বর্তমান সময় মোবাইল (Mobile) খুবই গুরুত্বপূর্ণ একটি যন্ত্র। মোবাইল ছাড়া প্রায় সকলেই বিকল। তাই আজ মোবাইল তৈরির ব্যবসা একটা বড় ব্যবসায় (Business) পরিণত হয়েছে। আজকের যুগে পৃথিবীতে বহু সংস্থা মোবাইল তৈরির কাজের সঙ্গে যুক্ত। যার মধ্যে অন্যতম হল স্যামসং (Samsung) ও অ্যাপেলের (Apple) মতো সংস্থা।
মোবাইলের এই ব্যবসা ধীরে ধীরে বাড়ছে। আর তার সঙ্গেই বাড়ছে মোবাইলের দামও। বর্তমান সময় যেমন ৭-৮ হাজার টাকার মোবাইল ফোন পাওয়া যাচ্ছে ঠিক তেমনি বাজারে রয়েছে এক থেকে দেড় লাখ টাকার ফোন। আর প্রতিটা ফোন বিক্রির উপর আলাদা আলাদা কমিশন রয়েছে দোকানদারে।
আসলে যে কোনও মোবাইল বিক্রির উপর দোকানদারের একটা মুনাফা রয়েছে। কিন্তু এই মুনাফা সীমিত। একটা মোবাইল বিক্রি করে কিন্তু কখনও দোকানের বড় লাভ হয় না। আসলে ক্রেতারা দোকানদারের থেকে যে পরিমাণ টাকার পণ্য কিনবেন সেই পরিমাণ টাকায় দোকানদারের লাভও লুকিয়ে রয়েছে।
আসলে মোবাইলের প্রাপ্ত কমিশন সেই মোবাইলের কোম্পানি ও মোবাইলের মডেলের উপর নির্ভর করছে। কিন্তু কোনও দোকানদার যদিও কোনও কোম্পানির এজেন্সি হয় তাহলে তাদের লাভের পরিমাণটাও অনেক বেশি থাকে।
যদি কোনও দোকানদার ১০,০০০ টাকার ফোন বিক্রি করেন তাহলে ৪০০-৫০০ টাকা লাভ হয় ঐ দোকানদারের। আর যদি ঐ মোবাইল ফোনের দাম ২০,০০০ টাকা হয় তাহলে একটি মোবাইল বিক্রি করতে পারলে তাদের লাভ হবে প্রায় ৮০০-১০০০ টাকা।
বর্তমান সময় দামী ফোন বেশি বিক্রি হচ্ছে ভারতের বাজারে। বিশেষ করে ১৫,০০০ টাকা বেশি দাম যে ফোনগুলোর সেই ফোনই বেশি কিনছেন সকলে। তাই বর্তমান সময় লাভের অঙ্কের দিক থেকে অনেক টাকাই উপার্জন করছেন এই দোকানদাররা।