একেই বলে ভাগ্য। রাজস্থানের প্রত্যন্ত একটি গ্রাম, আর সেখানে বাস করেন নিম্নবিত্ত একটি পরিবার। বিভিন্ন রকমের রঙিন পুঁথির মালা বিক্রি করেই তাদের সংসার চলে। সেই পরিবারের মেয়ে মোনালিসা ভোঁসলে এখন সোশ্যাল মিডিয়ার সেন্সেশন। গ্রামের মেয়ে মোনালিসার রূপে মুগ্ধ নেট পাড়া। কুম্ভমেলাতে মালা বিক্রি করতে এসে মোনালিসা এখন ন্যাশনাল ক্রাশ। ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন বলিউডের প্রস্তাব। ঘুরতে চলেছে তার ভাগ্যের চাকা। প্রথম সিনেমা থেকে ঠিক কত টাকা পারিশ্রমিক পেতে চলেছেন তিনি?
কুম্ভমেলার মোনালিসা এখন বলিউড নায়িকা
২০২৫ সালের কুম্ভমেলা মোনালিসার জীবন আমূল বদলে দিয়েছে। এক ফটোগ্রাফার তার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ছাড়তেই হুহু করে ভাইরাল হয়ে যান তিনি। বাকিটা একেবারে স্বপ্নের মত। সানোজ মিশ্র তার আগামী ছবি ‘দ্য মণিপুর ডায়েরি’র জন্য বেছে নিয়েছেন মোনালিসাকে। ফেব্রুয়ারি মাসেই শুটিং শুরু হবে। সানোজ মোনালিসাকে নিজের হাতে গড়বেন। তিনি মোনালিসার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন, সেই সঙ্গে তার অভিনয় শিক্ষার যাবতীয় দায়িত্ব তিনিই নিয়েছেন বলে শোনা যাচ্ছে।
প্রথম সিনেমা থেকে কত টাকা পারিশ্রমিক পেতে চলেছেন মোনালিসা?
ইতিমধ্যেই বলিউড সূত্রে মোনালিসার প্রথম সিনেমার পারিশ্রমিকের অংকটা প্রকাশ্যে এসেছে। মোনালিসাকে সিনেমার জন্য ২১ লক্ষ টাকা পারিশ্রমিক দিয়েছেন। ইতিমধ্যে এক লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়েছে। মোনালিসা এখন সেলিব্রিটি। শুধু সিনেমার প্রস্তাব নয়, ইতিমধ্যেই বিভিন্ন প্রচারের কাজে দেশ ভ্রমণ শুরু করেছেন তিনি। যেমন কিছুদিন আগেই ববি চেম্মানু নামের এক ব্যবসায়ীর গয়নার শোরুম উদ্বোধনের জন্য বিশেষ অতিথি হয়েছিলেন তিনি। জীবনে প্রথমবারের মতো বিমানে চড়েছেন, থেকেছেন সাততারা হোটেলে।
আরও পড়ুন : ভারতীয়দের হয় না, মোনালিসার ‘অ্যাম্বার চোখে’র রহস্য কী? কাদের হয় এমন চোখ?
আরও পড়ুন : ১০ দিনের আয় ১০ কোটি টাকা! কুম্ভ মেলার ভাইরাল মোনালিসা এত আয় করলেন?
গ্রামের মেয়ে মোনালিসার সামনে এখন গ্ল্যামার দুনিয়ার হাতছানি
গ্ল্যামার দুনিয়ার হাতছানিতে সাড়া দিয়েছেন মোনালিসা। একটু একটু করে ভোল পাল্টাতে শুরু করেছে তার। মেকআপ, কেতাদুরস্ত পোশাকে একেবারে নতুন রূপে প্রকাশ্যে এসেছেন তিনি। কিছুদিন আগেই তিনি কোঝিকোড়ে গিয়েছিলেন। সেখানে উপস্থিত ভক্তদের সামনে হাত নেড়ে পরিষ্কার মালায়ালাম ভাষাতে কথা বলতে দেখা যায় তাকে। যদিও মোনালিসার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। বলিউডেরই এক প্রযোজক সানোজের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বিস্ফোরক দাবি, ‘‘গরিব বানজারা পরিবারের মেয়েকে খোঁজ-খবর না নিয়ে এর হাতে ছেড়ে দিয়েছে। ওই ছবি আদেও হবে কিনা সন্দেহ।’’