সিনেমার পাশাপাশি ওটিটি ডেবিউ দিয়েও দর্শকদের নজর কাড়লেন সঞ্জয় লীলা বানসালি। নেপথ্যে হীরামান্ডি। নতুন পুরনো মিলিয়ে মিশিয়ে বহু তারকা রয়েছেন এই সিরিজে। ‘হীরামান্ডি : দ্য ডায়মন্ড বাজার’ ওয়েব সিরিজটি তৈরি করতে খরচ হয়েছে ২০০ কোটি টাকা। এর মধ্যে তারকারা কে কত পারিশ্রমিক নিলেন? কার পারিশ্রমিক সবথেকে বেশি? জেনে নিন।
সঞ্জয় লীলা বানসালি : পরিচালক সঞ্জয় লীলা বানসালি নিজেই পারিশ্রমিক বাবদ সবার থেকে বেশি টাকা নিয়েছেন। এই ওয়েব সিরিজ তার ১৮ বছরের পরিশ্রমের ফল বলে জানিয়েছেন তিনি। তিনি এই সিরিজ বানাতে তিনি ৬০ থেকে ৭০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
সোনাক্ষী সিনহা : বহুবছর পর আবারও পর্দায় ফিরলেন সোনাক্ষী সিনহা। তাও আবার এটাই তার কেরিয়ারের প্রথম ওয়েব সিরিজ। রেহানা এবং ফরিদানের চরিত্রে অভিনয়ের জন্য তিনি ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। তিনিই এই সিরিজের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী।
মনীষা কৈরালা : মনীষা কৈরালা বহু বছর বাদে আবারও ক্যামেরার সামনে ফিরলেন। মল্লিকাজানের চরিত্রে অভিনয় করার জন্য তিনি ১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।
অদিতি রাও হায়দারি : মল্লিকাজানের বড় মেয়ে বিব্বোজনের চরিত্রে অভিনয় করেছেন অদিতি। তিনি এই চরিত্রের জন্য ১ থেকে ১.৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে শোনা যাচ্ছে।
রিচা চাড্ডা : লাজবন্তীর চরিত্রে অভিনয় করেছেন রিচা। তাকে এই চরিত্রের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে।
সানজিদা শেখ : রেহানা এবং মল্লিকাজানের বোন ওয়াহিদার চরিত্রে অভিনয় করেছেন তিনি। হিন্দি টেলিভিশন খ্যাত এই অভিনেত্রী তার চরিত্রের জন্য ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন।
ফারদিন খান : প্রায় ১৪ বছর পর ক্যামেরার সামনে ফিরলেন ফারদিন খান। তিনি নবাব ওয়ালি বিন জায়েদ আল মোহাম্মদের চরিত্রে অভিনয় করেছেন। তাকে ৭৫ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে।
শরমিন শেহগল : মল্লিকাজানের ছোট মেয়ে আলমজেবের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্পর্কে তিনি সঞ্জয় লীলা বানসালির ভাগ্নি। তবে তার অভিনয় একেবারেই পছন্দ হয়নি দর্শকদের। ‘অভিব্যক্তিহীন’ অভিনয়ের জন্য চরম সমালোচিত হতে হচ্ছে থাকে। তিনি তার চরিত্রের জন্য ৩০ লক্ষ টাকা পেয়েছেন।