Salman Khan And Bhagyashree`s Charges For Maine Pyar Kiya : সলমন খান (Salman Khan) -র কেরিয়ারে নিঃসন্দেহে মাইলস্টোন হয়ে থাকবে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ (Maine Pyar Kiya) ছবিটি। সলমন খান এবং ভাগ্যশ্রী (Bhagyashree) অভিনীত ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’ শুধু দর্শকদেরই প্রশংসা অর্জন করেনি। দর্শকদের পাশাপাশি সমালোকদের থেকেই প্রশংসা আদায় করে নিয়েছিল। কিন্তু জানেন কি এই ছবিতে নায়িকার তুলনায় কম পারিশ্রমিক পেয়েছিলেন সলমন খান?
১৯৮৯ সালে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘ম্যায়নে প্যার কিয়া’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন ভাইজান। আর সেই ছবিতে সলমন ও ভাগ্যশ্রীর জুটি খুবই মনে ধরেছিল দর্শকদের। দু’জনেই রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন মানুষের মধ্যে। কিন্তু এই ছবিতে ভাগ্যশ্রীর পারিশ্রমিক ছিল সলমনের ৩ গুণ বেশি।
‘ম্যায়নে প্যার কিয়া’ ছবিটি এতটাই সফল হয়েছিল যে ১ কোটি টাকায় নির্মিত এই ছবিটি বক্স অফিসে প্রায় ২৮ কোটি টাকা আয় করতে সফল হয়েছিল। সেই সময় দক্ষিণী অভিনেত্রী ভাগ্যশ্রী এই ছবির জন্য পারিশ্রমিক হিসেবে ১ লক্ষ টাকা নিয়েছিলেন। অন্যদিকে সলমন খান ‘ম্যায়নে প্যার কিয়া’-র জন্য মাত্র ৪০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। কিন্তু এই ঘটনা আজ থেকে ৩৪ বছর আগের।
এই সিনেমায় ‘সীমা’ চরিত্রে অভিনয় করেছিলেন পরভিন দস্তুর। তিনিই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই ছবিতে সলমনের থেকে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন ভাগ্যশ্রী। তার দাবি ছিল, ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির জন্য ভাগ্যশ্রী পেয়েছিলেন দেড় লক্ষ টাকা। সলমন পেয়েছিলেন ৭৫ হাজার টাকা।’
এর আগে এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সলমন বলেছিলেন, “আমার জীবনের প্রথম পারিশ্রমিক ছিল ৭৫ টাকা। তার পর যখন কোম্পাকোলার বিজ্ঞাপন করি তখন এক লাফে বেড়ে গিয়ে হয়েছিল ১৫০০ টাকা। এই প্রথম ছবির পারিশ্রমিক আগে বলা হয়েছিল ৩১ হাজার টাকা যা পরে বেড়ে গিয়ে হয়েছিল ৭৫হাজার টাকা।”
আরো পড়ুন : ভাগ্যশ্রীর থেকেও সুন্দরী তার মেয়ে আজ বলিউডের নামী হিরোইন, দেখুন ছবিগ্যালারি
সলমন খান আরও বলেন,”ম্যায়নে পেয়ার কিয়া ছবির পর চার পাঁচ মাস পর্যন্ত কোনও কাজ পাইনি। এমন মনে হচ্ছিল যে, আর কখনও কাজই পাবো না। কারণ, ভাগ্যশ্রী ম্যাডাম তো সেই সময় ঠিকই করে নিয়েছিলেন যে তিনি আর কাজ করবেন না। তিনি বিয়ে করবেন। আর ছবির পুরো ক্রেডিট নিয়ে ভাগ্যশ্রী বিয়ে করে ফেললেন। পুরো ইন্ডাস্ট্রির লোকেদের মনে হয়েছিল, ছবি হিট করার পুরো কাজই ভাগ্যশ্রী করেছেন। আর আমি শুধুমাত্রই ওখানে অভিনয় করেছি।”
আরো পড়ুন : বলিউড তারকাদের এক মাসের বিদ্যুৎ খরচ কত? বিল দেখলে আপনি আঁতকে উঠবেন