জীবন বাঁচানোয় অটোচালককে পুরস্কারে ভরিয়ে দিলেন সেইফ আলি খান! কী কী পেলেন ভজন সিং রানা

সেইফের জীবন বাঁচিয়ে কী পুরস্কার পেলেন অটোচালক ভজন সিং রানা? জখম অবস্থায় সেইফকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন তিনি। ঠিক সময়ে সেইফকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব না হলে বিপদ আরও বাড়তো অভিনেতার। স্বাভাবিকভাবেই যার সাহায্যে সেইফের জীবন বাঁচলো তাকে কিছু পুরস্কার অবশ্যই দেবেন পতৌদিরা। সেটা কি টাকা নাকি অন্য কোনও পুরস্কার? সেইফের জীবন বাঁচিয়ে কী পেলেন ভজন?

ইতিমধ্যেই ভজনকে নাকি ১১ হাজার টাকা দিয়েছেন সেইফ। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে তিনি ভজনকে এই টাকা তার পকেটে ঢুকিয়ে দেন। সেইফ যেদিন হাসপাতাল থেকে ছাড়া পান, সেদিন ভজনও সেখানে উপস্থিত ছিলেন। যদিও এখন শোনা যাচ্ছে টাকার অংকটা নাকি ছিল ৫১,০০০। তবে এই সবই সোশ্যাল মিডিয়ার গুঞ্জন। টাকার আসল অংকটা জানিয়ে কিন্তু সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেননি ভজন কিংবা সেইফ।

Saif Ali Khan`s Auto Driver

যদিও এত কম অঙ্কে আবার মোটেই পোষায়নি গায়ক মিকা সিংয়ের। সোশ্যাল মিডিয়াতে যে খবর ছড়িয়েছে সেটা শুনে তিনি একটি পোস্ট করে বলেন যিনি সেইফকে বাঁচিয়েছেন, তাকে ১১ হাজার নয়, ১১ লক্ষ টাকা দেওয়া উচিত। মিকা ওই অটোচালকের নম্বর চেয়েছেন। তিনি তাকে ১ লক্ষ টাকা দিতে চান। সোশ্যাল মিডিয়াতে এই নিয়েও বেশ চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন : এই বাঙালি অভিনেতার নিরাপত্তায় থাকবেন সেইফ আলি খান! সেইফের নতুন বডিগার্ড কে?

Saif Ali Khan`s Auto Driver

আরও পড়ুন : হামলার ঘটনা পুরোটাই নাটক? সেইফের উপর হামলার ঘটনা মিথ্যা প্রমাণ হল

যদিও ভজন এসব টাকা-পয়সা কিছুই চান না। তার কাছে সেইফের প্রাণ বাঁচানোই তখন সব থেকে বড় কথা ছিল। তিনি যখন পরে সেইফের সঙ্গে দেখা করতে যান তখন তাকে কাছে ডেকে নিয়ে বসে গল্প করেন অভিনেতা। সেইফের মা শর্মিলা ঠাকুর তার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন। ভজন অবশ্য জানিয়েছেন তার একটি অটোরিক্সা হলে ভালো হয়। সেইফ তাকে ধন্যবাদ জানিয়ে সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন। পতৌদি পরিবার এবং সোশ্যাল মিডিয়ায় এখন সবার চোখে সুপারহিরো ভজন।