গান থেকে শুরু করে ব্যক্তি অরিজিৎ সিংয়ের উপর ফিদা গোটা দেশ। তার গান যেমন মুগ্ধ করে তেমনি স্টারডমের বাইরে বেরিয়ে তার সাধারণ জীবন যাত্রা দেখলে চোখ জুড়িয়ে যাবে। অথচ অরিজিৎ যে পরিমাণ টাকা রোজগার করেন গান গেয়ে তাতে তিনি অনায়াসে রাজার হালে দিন কাটাতে পারবেন। একটি গান গাইতে অরিজিৎ কত টাকা নেন জানেন? সম্প্রতি এই তথ্য ফাঁস করলেন বাবুল সুপ্রিয়। অরিজিতের বিরুদ্ধে এই পারিশ্রমিক নিয়েই একটা বড়সড়ো অভিযোগ তুললেন তিনি।
অরিজিতের বিরুদ্ধে কী অভিযোগ বাবুল সুপ্রিয়র?
আসলে ৬ টি রবীন্দ্র সংগীত হিন্দিতে অনুবাদ করার উদ্যোগ নিয়েছে মুম্বাইয়ের একটি অডিও সংস্থা। বলিউডের বিখ্যাত লিরিসিস্ট অমিতাভ ভট্টাচার্য এই গানগুলোর হিন্দি অনুবাদ করছেন। শ্রেয়া ঘোষাল, শান, মধুমন্তী বাগচী, বাবুল সুপ্রিয়রা গানগুলি গাইবেন। সেই সঙ্গে অরিজিৎ সিংয়েরও দুটো গান গাওয়ার কথা ছিল এই অ্যালবামের। তিনি একটি সিঙ্গেল গাইবেন এবং অপরটি ডুয়েট গাইবেন। এর জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি যে পারিশ্রমিক হেঁকেছেন তাতে চোখ কপালে উঠেছে বাবুল সুপ্রিয়র।
কত টাকা পারিশ্রমিক নেন অরিজিৎ সিং?
অরিজিৎ সিং এর সঙ্গে যোগাযোগ করা হলে তার ম্যানেজার প্রত্যেকটি গানের জন্য দেড় কোটি টাকা দাবি করেন। এদিকে রবীন্দ্রনাথের গান হিন্দিতে গাওয়া হচ্ছে, এর জন্য অন্যান্য শিল্পীরা তাদের ন্যায্য পারিশ্রমিকের থেকে অনেকটাই কম পারিশ্রমিক নিচ্ছেন। সেখানে অরিজিৎ সিং এত বেশি পারিশ্রমিক দাবি করায় অবাক হয়েছেন বাবুল। এই প্রজেক্টের গুণগতমান ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে অনেক বেশি। এটা কোনও বাণিজ্যিক উদ্যোগ নয়, আনন্দবাজারকে বলেছেন বাবুল সুপ্রিয়।
আরও পড়ুন : মাত্র ১১ টাকায় কোন জনপ্রিয় গান গেয়েছিলেন অরিজিৎ সিং?
আরও পড়ুন : অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী কে? কাকে ডিভোর্স দিয়ে কোয়েলকে বিয়ে করেছেন অরিজিৎ?
বাবুল সুপ্রিয় আনন্দবাজারকে বলেছেন, “খুব সাদামাটা জীবন যাপন করে অরিজিত আমরা তো এমনটাই জানি। সেটাই দেখেছি সেখানে অরিজিতকে এই টাকার অংকের সঙ্গে মেলাতে পারছি না”। তিনি আরও বলেছেন অরিজিতের জন্য যে গানগুলো ভেবেছেন সেগুলো তাকে ছাড়া অন্য কাউকে দিয়ে গাওয়ানোর কথা তিনি ভাবতে পারছেন না। যে অরিজিৎ স্কুটারে করে জঙ্গিপুর চষে বেড়ায়, রবীন্দ্র সংগীত গাইতে সে কেন এত পারিশ্রমিক দাবি করছে বুঝে উঠতে পারছেন না বাবুল সুপ্রিয়।