‘পুষ্পা ২’ এর জন্য কত টাকা পারিশ্রমিক নিলেন অল্লু অর্জুন? এত টাকা পাননি কোনও সুপারস্টার

পুষ্পা ২ (Pushpa 2) সিনেমার জন্য কত কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন অল্লু অর্জুন (Allu Arjun)? জানলে সত্যিই মাথা ঘুরে যাবে আপনার। পুষ্পা দ্য রাইজের পর পুষ্পা দ্য রুল (Pushpa The Rule) নিয়ে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এই ফাঁকে তাই পারিশ্রমিকটাও কয়েক গুণ বাড়িয়ে নিলেন অভিনেতা। এত পারিশ্রমিক দক্ষিণ দুনিয়ার অভিনেতাদের কাছে ছিল স্বপ্ন। জানেন আসন্ন সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন অল্লু অর্জুন?

তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে পুষ্পা ২। এই সিনেমার প্রথম পার্টের জন্য ৪০ থেকে ৫০ কোটি টাকা নিয়েছিলেন অল্লু। সেই সিনেমা ছিল ব্লকবাস্টার। করোনা আবহের মধ্যেও হেসে খেলে বক্স অফিসে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা উপার্জন করেছিল এই সিনেমা। ‌ আসন্ন ডিসেম্বর মাসে মুক্তি পাবে পুষ্পা ২। আশা করা হচ্ছে হাজার কোটির গণ্ডি ছাড়িয়ে যাবে এই সিনেমা। সেই সঙ্গে অল্লুরও জনপ্রিয়তা তুঙ্গে। তাই এই সিনেমা থেকে তিনি যে পারিশ্রমিক নিলেন তাতে বর্তমানে দক্ষিণী দুনিয়াতে তিনিই সব থেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসেবে রেকর্ড করলেন।

Allu Arjun

পুষ্পা ২ সিনেমার জন্য অল্লু অর্জুন পেলেন ৩০০ কোটি টাকা। রজনীকান্ত থেকে প্রভাস, দক্ষিণের আর কোনও তারকা এ পর্যন্ত এত টাকা পারিশ্রমিক দাবি করতে পারেননি। আগামী ৫ই ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে। তবে মুক্তির আগেই কয়েকশো কোটি টাকা তুলে ফেলেছে এই সিনেমা। সিনেমার শুধু প্রি রিলিজ থেকেই আয় হয়েছে ১০৮৫ কোটি টাকা।

আরও পড়ুন : না দেখলে চরম মিস, এক ক্লিকে দেখে নিন Allu Arjun অভিনীত ১০ টি সুপারহিট ফিল্ম

Allu Arjun

আরও পড়ুন : ভুলভুলাইয়া ২ এর আয়কে ছাপিয়ে গেল ভুলভুলাইয়া ৩! আয় শুনলে ঘুরে যাবে মাথা

পুষ্পা দ্য রুল সিনেমার বাজেট ছিল ৫০০ কোটি টাকা। বিশ্বব্যাপী এই সিনেমাটি ১২০০ কোটি টাকা আয় করবে। পারিশ্রমিক ছাড়াও ছবির লাভের অংক বাবদ কিছুটা টাকা পাবেন অল্লু। মুক্তির আগেই যে সিনেমা কয়েকশো কোটি টাকা আয় করে ফেলেছে মুক্তির দিনে তার উপার্জন কত হবে তা আন্দাজ করতে অসুবিধা হয় না। শুধু ভারতে প্রথম দিনে এই শো ২০০ কোটি টাকার উপার্জন করবে। ভারতের বাইরেও ৭০ কোটি টাকা আয় করতে চলেছে অল্লু অর্জুনের ছবি। অর্থাৎ প্রথম দিনেই ৩০০ কোটি টাকার আশেপাশে বক্স অফিস কালেকশন থাকবে পুষ্পা দ্য রুলের। যা ভারতের বুকে ছবি মুক্তির প্রথম দিনে সর্বাধিক বক্স অফিস কালেকশনের রেকর্ড গড়বে।