৬০ কোটি নয়! ধনশ্রীকে কত টাকার খোরপোষ দিলেন যুযুবেন্দ্র চাহাল?

বিয়ের চার বছরেই ডিভোর্স! আলাদা হতে চলেছেন ক্রিকেটার যুযুবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মা। অবশ্য বিয়ের মাত্র দেড় বছরের মাথাতেই সেপারেশনে থাকতে শুরু করেন ধনশ্রী এবং যুযুবেন্দ্র। গত বছরের শেষ থেকেই এই ক্রিকেট তারকার ডিভোর্সের চর্চা ট্রেন্ডিংয়ে রয়েছে। এই বছরের শুরুতে শোনা যাচ্ছিল ডিভোর্সের জন্য নাকি ফ্রিতে বেশ মোটা অংকের টাকা খোরপোষ দিতে হবে যুযুবেন্দ্রকে। অবশেষে প্রকাশ্যে এলো টাকার সঠিক অংকটা।

ডিভোর্সের জন্য ধনশ্রীকে কত টাকার খোরপোষ দেবেন যুযুবেন্দ্র?

প্রথম প্রথম শোনা যাচ্ছিল যুযুবেন্দ্র নাকি ডিভোর্সের জন্য স্ত্রীকে বেশ মোটা অংকের টাকা দেবেন। টাকার অংকটা নাকি ৬০ কোটির আশেপাশে। তবে এতদিনে প্রকাশ্যে এলো আসল অংকটা। ধনশ্রীকে মোটেও অত টাকা দিতে হচ্ছে না যুযুবেন্দ্রকে। বরং এর থেকে বেশ কয়েক গুণ কম টাকাই দিতে হবে। স্বামীর থেকে আলিমনি বাবদ মাত্র ৪ কোটি ৭৫ লক্ষ টাকা পাচ্ছেন ধনশ্রী। যদিও শুনানির সময় কেবল ২ কোটি ৩৭ লক্ষ টাকা দিয়েছেন যুজি চাহাল।

Dhanashree Verma Got From Yuzvendra Chahal

২০২০ সালের ডিসেম্বর মাসে যুযুবেন্দ্র এবং ধনশ্রীর বিয়ে হয়। প্রেম করে দুজনের বিয়েটা হয়েছিল। ধনশ্রী পেশায় একজন নৃত্যশিল্পী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়াতে তার অনেক জনপ্রিয়তা আছে। কিন্তু বিয়ের পর খুব বেশিদিন তারা সংসার করতে পারেননি। ২০২২ সালের জুন মাস থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন। অবশেষে তাদের ডিভোর্সটাও হয়ে গেল।

আরও পড়ুন : বাংলার মেয়েদের বিয়ে করে ‘বাংলার জামাই’ হয়েছেন এই ৫ ভারতীয় ক্রিকেটার, দেখুন তালিকা

Dhanashree Verma Got From Yuzvendra Chahal

আরও পড়ুন : ২ বার বিয়ে, ৩ সন্তানের মা! মোহাম্মদ শামির স্ত্রীর কেচ্ছা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে

আদালতের কাছে তারা আবেদন করেছিলেন হিন্দু ম্যারেজ অ্যাক্টের ১৩ বি ধারা অনুসারে ছয় মাসের কুলিং পিরিয়ড ছাড়া তাদের বিয়ে আর কোনোভাবে টিকিয়ে রাখা যায় কিনা সেটা বোঝার সময় না দিয়েই যেন ডিভোর্স মামলার নিষ্পত্তি হয়। সেইমতো কোর্ট তাদের আলাদা থাকার বিষয়টি নজরে রেখেছিল। খোরপোষ নিয়ে উভয় পক্ষের মধ্যস্থতায় অবশেষে সব আইনি প্রক্রিয়াই মিটেছে।