এসপ্ল্যানেড থেকে শিয়ালদা, নতুন মেট্রোতে কতগুলো স্টেশন থাকবে?

গোটা কলকাতা শহরকে মেট্রোপথে জুড়ে দেওয়ার পরিকল্পনায় আরও একধাপ এগোচ্ছে কলকাতা মেট্রো। এবার ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে ছুটবে ট্রেন। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে চালু হবে নতুন মেট্রো পথ। একই সঙ্গে জুড়ে যাবে শিয়ালদহ এবং এসপ্ল্যানেড। প্রায় ১৬ কিলোমিটারের এই রাস্তায় কোন কোন নতুন স্টেশন খুলবে? ট্রেন কোথায় কোথায় দাঁড়াবে? জেনে নিন।

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ নতুন মেট্রো পথ

ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে এতদিন দুটো রুট ছিল। একদিকে ছিল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড। অন্যদিকে রয়েছে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ। এবার এই দুটো রুটকে একসঙ্গে জুড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কলকাতা মেট্রো। মাঝের এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত নতুন মেট্রো রুট চালু করার অনুমতি পত্র ইতিমধ্যেই দিয়ে দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। তাই এখন এই লাইনে কাজ চলছে জোর কদমে।

Kolkata Metro

এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত কতগুলো নতুন স্টেশন খুলবে?

এই খবর আসার পর স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে এখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যার মধ্যে একটি নতুন এই পথে কতগুলো স্টেশন থাকবে? এর উত্তর, একটিও না। অর্থাৎ এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত সংযোগ স্থাপন করতেই নতুন এই মেট্রো রুট চালু হয়েছে। এই দুটি স্টপেজের মাঝে আর কোনও নতুন স্টেশন থাকবে না।

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত কতগুলো স্টেশন রয়েছে?

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত বেশ কিছু স্টেশন রয়েছে। সেগুলি হল –

  • হাওড়া ময়দান – আন্ডারগ্রাউন্ড,
  • হাওড়া স্টেশন – আন্ডারগ্রাউন্ড,
  • মহাকরণ – আন্ডারগ্রাউন্ড,
  • এসপ্ল্যানেড – আন্ডারগ্রাউন্ড,
  • শিয়ালদহ – আন্ডারগ্রাউন্ড,
  • ফুলবাগান – আন্ডারগ্রাউন্ড,
  • সল্টলেক স্টেডিয়াম – এলিভেটেড,
  • বেঙ্গল কেমিক্যাল – এলিমেটেড,
  • সিটি সেন্টার – এলিভেটেড,
  • সেন্ট্রাল পার্ক – এলিমেটেড,
  • করুণাময়ী – এলিমিটেড,
  • সেক্টর ফাইভ – এলিভেটেড,

আরও পড়ুন : বন্দে ভারত স্লিপার চলবে শিয়ালদা থেকে দিল্লি! ভাড়া কত?

Kolkata Metro

আরও পড়ুন : টিকিট কনফার্মড হয়নি? ১ দিন আগেও কনফার্মড টিকিট পাবেন এই উপায়ে

হাওড়া থেকে সেক্টর ফাইভ মেট্রো ভাড়া কত লাগবে?

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের ভাড়া ঠিক হয়েছে কিলোমিটার স্ল্যাব রেটে। প্রথম ২ কিলোমিটারের জন্য ৫ টাকা, পরের ২ থেকে ৫ কিলোমিটারের জন্য ১০ টাকা, ৫ থেকে ১০ কিলোমিটারের জন্য ২০ টাকা ও ১০ থেকে ২০ কিলোমিটারের জন্য ৩০ টাকা ভাড়া লাগবে।