শ্বশুরকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন! ঐশ্বর্য-অমিতাভের এই কাহিনী কেউ জানে না

বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) হাজার হাজার মানুষের মনে জায়গা করে নিতে পারলেও আজ তিনি নিজেই হয়েছেন শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত। যদিও বিতাড়িত কথাটি বলে ভুল বলা হবে কারণ ঐশ্বর্য নিজেই বেরিয়ে এসেছেন বাড়ি থেকে। আজ যে শ্বশুরমশাইয়ের চক্ষুশুল হয়েছেন ঐশ্বর্য সেই অমিতাভ বচ্চনকেই (Amitabh Bachchan) একসময় বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন বিশ্বসুন্দরী। জানেন কি হয়েছিল?

একমাস অতিক্রান্ত হতে চলল ঐশ্বর্য নেই নিজের শ্বশুরবাড়িতে। প্রয়াত পিতার জন্মবার্ষিকী উপলক্ষে তিনি যে বাপের বাড়িতে এসেছিলেন তারপর আর ফিরে যাননি শ্বশুরবাড়িতে। শাশুড়ি এবং ননদের সঙ্গে প্রথম থেকেই মনোমালিন্য ছিল ঐশ্বর্যের, যা আজ মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। কিন্তু কি এমন কারণ হলো, যার ফলে একমাত্র মেয়ের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো, ঐশ্বর্যকে?

AISHWARYA RAI BACHCHAN AND ABHISHEK BACHCHAN

ঐশ্বর্য এবং অভিষেকের ব্যক্তিগত জীবনের এই মনমালিন্যের আসল কারণ জানা না গেলেও জানা যায়, বাড়িতে কোন সমস্যা হলে অভিষেক সবসময় মা জয়া বচ্চনের সাপোর্টে কথা বলেন যা একেবারেই পছন্দ হয় না ঐশ্বর্যের। অন্যদিকে জয়া বচ্চনের ব্যবহার যে কথাটা খারাপ তা আমাদের কাছে দিনের আলোর মত স্পষ্ট তাই বোঝাই যাচ্ছে শাশুড়ি এবং বৌমার সেই চিরাচরিত মনোমালিন্যের ফলেই হয়তো এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ঐশ্বর্য।

কিছুদিন আগেই অগ্যস্থ নন্দা অভিনীত ‘আর্চিস’ প্রিমিয়ারে মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন ঐশ্বর্য যদিও সেদিন স্বামী বা শশুর মশাইয়ের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। ননদের ছেলের সিনেমার প্রিমিয়ারে ঐশ্বর্য উপস্থিত হলেও ঐশ্বর্যের একমাত্র মেয়ে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন শ্বেতা বচ্চন নন্দা এবং তার দুই সন্তান। উপস্থিত ছিলেন না জয়া বচ্চনও, তবে উপস্থিত ছিলেন অমিতাভ এবং অভিষেক।

AISHWARYA RAI BACHCHAN AND ABHISHEK BACHCHAN

অভিষেক এবং ঐশ্বর্যের সম্পর্ক যে একেবারেই ভালো নেই তা বোঝাই যায় ঐশ্বর্য এবং অভিষেকের দুজনেরই বিয়ের আংটির অনুপস্থিতি দেখে। কিন্তু শাশুড়ি বা ননদের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলেও চিরকালই শ্বশুরমশাইয়ের সঙ্গে কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল ঐশ্বর্যের। ৯০ দশকে অমিতাভ বচ্চনের যখন ৯০ কোটি টাকা দেনা হয়ে গিয়েছিল তখন কিন্তু ঐশ্বর্যের হাত ধরেই ফের ঘুরে দাঁড়িয়ে ছিলেন অমিতাভ। ৯০ কোটি টাকার দেনা নিয়ে অমিতাভ যখন পরিচালকদের কাছে কাজের জন্য হন্যে হয়ে ঘুরছিলেন তখন স্বয়ং রাজ চোপড়া ‘মোহাব্বতে’ সিনেমার জন্য অমিতাভ বচ্চনকে কাস্ট করতে রাজি হয়ে যান। সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি অমিতাভ বচ্চনের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সিনেমাটির গল্প যে ঐশ্বর্যকে ঘিরেই তৈরি হয়েছিল, তা আমরা সকলেই জানি।

আরও পড়ুন : বচ্চন পরিবারের সদস্যদের কার রোজগার কত? অমিতাভ, অভিষেক না ঐশ্বর্য কার সম্পত্তি বেশি?

Mohabbatein

আরও পড়ুন : পরিবারের বিবাদ চরমে, সম্পত্তির ভাগাভাগি করে দিলেন অমিতাভ বচ্চন! কে কত টাকা পেল?

ঐশ্বর্যের উপস্থিতি ‘মোহাব্বতে’ সিনেমাটিকে বক্স অফিসে দুর্দান্ত সফলতা এনে দেয় এবং রাতারাতি ফের ঘুরে যায় অমিতাভ বচ্চনের ভাগ্য। যদিও কে বি সি- র ভূমিকাও অনস্বীকার্য অমিতাভ বচ্চনের ভাগ্য ফিরিয়ে আনার জন্য। কিন্তু যে ঐশ্বর্য অমিতাভের সেই বিপদের সময় একসাথে কাজ করে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই পুত্রবধূ ঐশ্বর্যকে কি করে ভুল বুঝলেন অমিতাভ? ঐশ্বর্য এবং অভিষেকের এই কঠিন সময়ে অমিতাভের কি উচিত নয় তাদের পাশে দাঁড়ানো? প্রশ্নটা থেকেই যায়।