প্রায় দুই বছর পেরিয়ে বন্ধের মুখে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল হরগৌরী পাইস হোটেল (Horogouri Pice Hotel)। হয়ে গেল এই সিরিয়ালের অন্তিম দিনের শুটিং। চোখের জলে বিদায় নিল শংকর, ঈশানী, ধৃতি, রুদ্ররা। ধারাবাহিকের অন্তিম দিনের শুটিংয়ে উপস্থিত হয়েছিলেন সব কলাকুশলীরা। উপস্থিত ছিলেন ধারাবাহিকের প্রযোজক তথা যীশু সেনগুপ্তের স্ত্রী নীলাঞ্জনা শর্মাও। কেক কেটে সেলিব্রেশনের মধ্যেও ভারাক্রান্ত ছিল সকলের মন।
৭৬৭ এপিসোড পেরিয়ে বন্ধ হতে চলেছে হরগৌরীর গল্প। শংকর এবং ঈশানীকে নিয়ে শুরু হয়েছিল যে গল্প, বর্তমানে লিপ আসার পর সেই গল্প ঘুরে গিয়েছে তাদের মেয়ে ধৃতি এবং তার প্রেমিক রুদ্রের দিকে। সিরিয়ালের নায়ক এবং নায়িকার রাহুল মজুমদার ও শুভস্মিতা মুখার্জী ছিলেন শুরু থেকে। কিন্তু গল্প লিপ নেওয়ার পর রাহুল বেরিয়ে যান। আর শংকর-ঈশানীর মেয়ের ভূমিকাতেও অভিনয় শুরু করেন শুভস্মিতা। টিআরপিতে সিরিয়াল একসময় এক নম্বরে থাকলেও বিগত কয়েক সপ্তাহে ক্রমশ কমেছে নম্বর।
মূলত টিআরপির অভাবেই সিরিয়ালটিকে মাঝ পথে বন্ধ করে দেওয়া হল বলে মনে করছেন দর্শকরা। সিরিয়ালটি যে বন্ধ হবে সে কথা আগেই জানা গিয়েছিল। অবশেষে সিরিয়ালের অন্তিম সম্প্রচারের সেলিব্রেশন এর মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই তাতে সিলমোহর পড়লো। শেষ দিনে সেটে দেখা গেল সব পুরনো শিল্পীদেরও। উপস্থিত হয়েছিলেন রাহুল মজুমদার, শুভস্মিতা মুখার্জী, মিঠু চক্রবর্তীরা। সেই সঙ্গে নীলাঞ্জনাও এসেছিলেন তার দুই মেয়ে সারা এবং জারাকে নিয়ে।
আরও পড়ুন : মারণরোগ বাসা বেঁধেছে শরীরে! কেমন আছেন সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী মিঠু চক্রবর্তী
আরও পড়ুন : কেউ দেখছে না! দর্শকদের দাবিতে বন্ধের মুখে জি বাংলার এই ২ টি সিরিয়াল
২০২২ সালের সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিকের সম্প্রচার। যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা শর্মার প্রযোজনার প্রথম সিরিয়াল ছিল এটি। দুই বছর চার মাস পর এই সিরিয়ালের অন্তিম সময় এসে দাঁড়ালো। এখন অবশ্য যীশু আর এই প্রযোজনার অংশ নন। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে স্ত্রী এবং কন্যাদের থেকে আলাদা হয়ে গিয়েছেন তিনি। যীশুর পর এই সিরিয়ালটির প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছিলেন নীলাঞ্জনা এবং তাদের বড় মেয়ে সারা।