গ্ল্যামার দুনিয়াতে তারকা দম্পতিদের মধ্যে ডিভোর্স যেন জলভাত। তারকাদের মধ্যে যেমন হাইপ্রোফাইল বিয়ে দেখা যায়, তেমনি হাইপ্রোফাইল ডিভোর্সেরও সাক্ষী গোটা বিশ্ব। ডিভোর্সের সঙ্গে অ্যালিমনি বা খোরপোষ কথাটিও সমান সমান চলে। যেখানে স্বামী তার স্ত্রীকে কিছু অর্থ বা সম্পত্তির ভাগ দেন বিয়ে ভেঙে গেলে। তবে খোরপোষ যে শুধু স্বামীরাই স্ত্রীকে দেবেন এমন তো নয়। স্ত্রীরাও স্বামীকে দিতে পারেন। যেমনটা করে দেখিয়েছেন হলিউডের একাধিক নায়িকা। দেখুন এই তালিকাতে কতজন রয়েছেন।
১. ম্যাডোনা : ম্যাডোনাকে পপ সঙ্গীতের রানী বলা হয়। গোটা বিশ্বজুড়ে তার প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছেন। ম্যাডোনা একাধিক বার বিয়ে করেছেন। কিন্তু তার একটিও বিয়ে সুখের হয়নি। ম্যাডোনা ২০০০ সালে গায় রিচিকে বিয়ে করেছিলেন। তারপর ২০০৮ সালে তাদের ডিভোর্স হয়। তখন প্রাক্তন স্বামীকে ৯৬ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮২১ কোটি টাকা দিতে হয়েছিল তাকে।
২. ব্রিটনি স্পিয়ার্স : ব্যক্তিগত জীবনে বহুবার সমস্যায় জড়িয়েছেন ব্রিটনি। একবার মা বাবার সঙ্গে তার টাকা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। স্বামী কেভিনকে নিয়েও কিছু কম ঘটনা নেই তার জীবনে। ২০০৪ সালে ব্রিটনি এবং কেভিনের বিয়ে হয়। ২০০৭ সালে তাদের ডিভোর্স হয়। ডিভোর্সের পর সন্তানদের নিজের কাছেই রাখতে চেয়েছিলেন ব্রিটনি। কিন্তু কেভিন তার মানসিক অবস্থা নিয়ে আদালতে প্রশ্ন তুলে বাচ্চাদের কাস্টডি ছিনিয়ে নেন। তখন সন্তানদের জন্য প্রত্যেক মাসে কেভিনকে ২০ হাজার ডলার অর্থাৎ ১৭ লক্ষ টাকা দিতে হত ব্রিটনিকে। এককালীন আবার ৮.৫ কোটি টাকাও দিতে হয়েছিল প্রাক্তন স্বামীকে।
৩. জ্যানেট জ্যাকসন : ইনি ছিলেন প্রয়াত মাইকেল জ্যাকসনের বোন। পপ তারকা হিসেবে জ্যানেটও খুব বিখ্যাত। ১৯৯১ সালে তিনি রেনে এলিজোন্ডোকে বিয়ে করেন। ২০০০ সালে তাদের ডিভোর্স হয়। ডিভোর্সের সময় রেনে তার কাছে ২৫ মিলিয়ন ডলার দাবি করেছিলেন। তবে ২০০৩ সালে যখন তাদের ডিভোর্স হয় তখন ১৫ মিলিয়ন ডলার দিয়ে ডিভোর্স পান জ্যানেট। ভারতীয় মুদ্রায় টাকার অংকটা ১২৮ কোটি টাকা।
৪. হ্যালি বেরি : অস্কার জয়ী অভিনেত্রী হ্যালি গ্যাব্রিয়েল অব্রিকে বিয়ে করেন। ২০০৫ সালে তাদের মেয়ে নাহালার জন্ম হয়। ২০১০ সালে গাব্রিয়েল এবং হ্যালির সম্পর্কে যায় ভেঙে। তখন মেয়েকে গাব্রিয়েল নিজের কাছেই রাখেনি। মেয়ের জন্য হ্যালি প্রত্যেক মাসে ১৬০০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৩ লক্ষ ৬৯ হাজার ডলার দিতেন। এরপর ২০১৩ সালে তিনি অলিভার মার্টিনেজকে বিয়ে করেন। সেই বিয়েটাও ভেঙে ছিল দুই বছরের মাথায়। তাদের একটি ছেলে ছিল সেই ছেলের জন্য প্রত্যেক মাসে অলিভারকে ৮০০০ ডলার অর্থাৎ ৬ লক্ষ ৮৪ হাজার টাকা দিতেন। সেই সঙ্গে নিজের আয়ের ৪.৩ শতাংশ খোরপোষ বাবদ অলিভারকে দিতে হয়েছিল তাকে।
আরও পড়ুন : স্বামীর থেকে সম্পত্তি কয়েক গুণে বেশি! বলিউডের এই অভিনেত্রীরা স্বামীর থেকেও ধনী
আরও পড়ুন : বিয়ের ৩৭ বছর পর ডিভোর্স! সংসার ভাঙলো বলিউডের এই সুপারস্টারের
৫. এলিজাবেথ টেলার : এলিজাবেথ মোট আট বার বিয়ে করেন। এর মধ্যে একজনকে দুবার বিয়ে করেছিলেন তিনি। ১৯৯১ সালে তিনি নিজের থেকে বয়সে কুড়ি বছরের ছোট ল্যারিকে বিয়ে করেন। সেই বিয়ে ভেঙে গেলে ল্যিরিকে এক মিলিয়ন ডলার অর্থাৎ ৮.৫ কোটি টাকা দিতে হয়েছিল তাকে। অবশ্য বিয়ে ভাঙলেও প্রাক্তনের সঙ্গে তার সম্পর্ক ছিল খুবই ভালো। যে কারণে এলিজাবেথ তার উইলে ল্যারির জন্য ৭ কোটি টাকা রেখে গিয়েছিলেন।