চলে এলো ২০২৫ সালের দোল উৎসব। দেশ জুড়ে সকলেই মেতে উঠেছেন রং খেলায়। দোল উপলক্ষে উইকেন্ডে একটা বেশ লম্বা ছুটিও পাওয়া গিয়েছে। এই সময়টা যদি পরিবারের সঙ্গে বসে কোয়ালিটি টাইম কাটাতে চান তাহলে আপনার জন্য রইল এমন কিছু সিনেমার সন্ধান যেগুলো আপনি গোটা পরিবারের সঙ্গে বসে দেখতে পারবেন। দেখে নিন হোলি স্পেশাল এই ৫টি সিনেমার তালিকা আর বেছে নিন আপনার মনের মত সিনেমাটি।
সিলসিলা : ১৯৮১ সালের মুক্তি পায় অমিতাভ বচ্চন, রেখা, জয়া বচ্চন ও সঞ্জীব কুমারের সিনেমা সিলসিলা। যশ চোপড়ার নির্মিত এই সিনেমায় হোলির দৃশ্যও রয়েছে। রেখা এবং অমিতাভের সেই এভারগ্রিন হোলির দৃশ্য দেখতে চাইলে আপনি আমাজন প্রাইম ভিডিওতে এই সিনেমাটি একবার দেখে নিতেই পারেন।
শোলে : ১৯৭৫ সালের মুক্তিপ্রাপ্ত শোলে সিনেমাটিও হোলির মরসুমে দেখার জন্য আদর্শ। ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, হেমা মালিনী, আমজাদ খান, সঞ্জীব কুমার অভিনীত এই সিনেমাতে আপনি পাবেন ভরপুর একশন আর এডভেঞ্চার। ‘হোলি কে দিন দিল খিল যাতে হে’ গানটির সঙ্গে রং খেলার আনন্দও উপভোগ করতে পারবেন ঘরে বসে। এই সিনেমাটি আপনি আমাজন প্রাইম ভিডিওতে এবং ইউটিউবে পেয়ে যাবেন।
দম : ২০০৩ সালের এই সিনেমাটিতে বিবেক ওবেরয়, দিয়া মির্জা, অতুল কুলকার্নি অভিনয় করেছিলেন। এই সিনেমার ‘হোলি রে হোলি রে রঙ্গো কি টোলি রে’ গানটি বেশ জনপ্রিয়তা পায়। এমএক্স প্লেয়ার, অ্যামাজন প্রাইম ভিডিওতে এই সিনেমাটি আপনি দেখতে পাবেন।
বাগবান : অমিতাভ বচ্চন, হেমা মালিনী, সালমান খান, মহিমা চৌধুরী অভিনীত এই সিনেমাটি সম্পূর্ণ পারিবারিক একটি সিনেমা। আবার এখানে ‘হোলি খেলে রঘুবীরা আওয়াধ মে’ গানের সঙ্গে একটি হোলির দৃশ্যও রয়েছে। ইউটিউবে এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে আপনি এই সিনেমাটি পেয়ে যাবেন।
আরও পড়ুন : হরর-থ্রিলার থেকে সাসপেন্স, এই সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ১০ নতুন ওয়েব সিরিজ
আরও পড়ুন : এই ৪ টি ব্লকবাস্টার ছবি ছেড়েছেন রণবীর সিং! নিজের পায়ে নিজেই মেরেছেন কুড়ুল
ইয়ে জওয়ানি হে দিওয়ানি : হোলি স্পেশাল সিনেমার তালিকাতে ইয়ে জওয়ানি হে দিওয়ানি থাকবে না এমনটা হতেই পারে না। রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, আদিত্য রায় কাপুর, কল্কি কোয়েচলিন অভিনীত এই সিনেমাটি নতুন প্রজন্মের খুবই পছন্দের সিনেমা। এই সিনেমার ‘বালাম পিচকারী যো তুনে মুঝে মারি’ বলিউডের সেরা হোলি স্পেশাল গানের মধ্যে অন্যতম।