বিয়ে পর্যন্ত কথা এগিয়েও কেন হঠাৎ ব্রেকআপ হয়ে গেল ঐশ্বর্য রাই এবং সালমান খানের? এতদিনে ফাঁস হল তার আসল কারণ। সালমান খানের ভাই আরবাজ খান খুললেন সালমান ও ঐশ্বর্যর সম্পর্ক নিয়ে। অনেকের ধারণা সালমান খানের বাজে ব্যবহারের জন্যই ঐশ্বর্য তার সঙ্গে ব্রেকআপ করেছিলেন।। কিন্তু ব্যাপারটা তা নয়। আসল কারণ আরবাজ জানালেন সম্প্রতি।
কেন সালমান খান এবং ঐশ্বর্যর ব্রেকআপ হয়েছিল?
সালমান খান বলিউডের বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এদের মধ্যে খুব কম জনকেই তিনি বিয়ে করতে চেয়েছিলেন। সালমান প্রথম যাকে বিয়ে করতে চান তিনি ছিলেন সঙ্গীতা বিজলানি। যদিও অন্য অভিনেত্রীদের সঙ্গে সালমানের সম্পর্কে কারণে সংগীতা ব্রেকআপ করেছিলেন ঠিক বিয়ের আগেই। এরপর সালমান ঐশ্বর্যের প্রেমে পড়েন এবং তাকে নিয়ে সিরিয়াস হন। সালমান ঐশ্বর্যকে বিয়েও করতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি ঐশ্বর্য।
সম্প্রতি আরবাজ খান বলেছেন ঐশ্বর্য নাকি সালমানকে বিয়ে করতে একেবারেই রাজি ছিলেন না। সেই কারণেই সালমানের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরে। তখন সবেমাত্র ঐশ্বর্য বলিউডে সুযোগ পেয়েছেন। একটু একটু করে গড়ে উঠছে তার কেরিয়ার। কেরিয়ার ছেড়ে বিয়ে করে সংসারী হতে একেবারেই চাননি বিশ্ব সুন্দরী। উল্টোদিকে সালমান তখন বিয়ে করতে চাইছিলেন। এই নিয়েই দুজনের মতান্তর হয়। তারপর যা হওয়ার তাই হয়।
আরও পড়ুন : বিরল রোগে আক্রান্ত সালমান খান! লাখে একজনের হয় এমন কঠিন অসুখ
আরও পড়ুন : বলিউডের এই সুন্দরী ওরির ম্যানেজার! তারই জন্য ওরি আজ এত বিখ্যাত
ঐশ্বর্যের বাবারও নাকি সালমানকে মোটেই পছন্দ ছিল না জামাই হিসেবে। আসলে সেই সময় সালমান খানের সঙ্গে বহু অভিনেত্রীর নাম জড়িয়েছিল। ঐশ্বর্যের বাবা মনে করতেন সালমানের মহিলাদের সঙ্গে ওঠাবসা একটু বেশি। এই কারণে সালমানকে জামাই হিসেবে মানতে তার আপত্তি ছিল। আর ঐশ্বর্যও তখন কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। ঐশ্বর্যের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর সালমান খুবই ভেঙে পড়েছিলেন। তখন তার রাগের উপর আরোই নিয়ন্ত্রণ থাকত না। একবার সেটেও ঐশ্বর্যের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন তিনি। সালমানের জন্যই শাহরুখের সঙ্গে সেই সিনেমা থেকে বাদ পড়েছিলেন ঐশ্বর্য।