নিয়োগ দুর্নীতি (SSC SCAM) ইস্যুকে কেন্দ্র করে যেন টলিউডের অন্দরেই গোষ্ঠী কোন্দল শুরু হয়ে গিয়েছে। টলিউডের (Tollywood) বড় বড় মাথাদের আর্থিক কেলেঙ্কারির খবর ফাঁস করে দিয়েছেন টলিউডেরই আরেক নায়ক তথা বিজেপির তারকা বিধায়ক হিরণ চ্যাটার্জী (Hiran Chatterjee)। প্রকাশ্যেই তিনি নাম নিয়ে আক্রমণ শানিয়েছেন দেব থেকে শুরু করে সায়নী ঘোষদের (Saayoni Ghosh) নামে।
রবিবার চন্দ্রকোণায় একটি সভাতে গিয়ে দেব, সায়নী, বনি সেনগুপ্তদের নাম ধরে ধরে উল্লেখ করে হিরণ বলেন টলিউডের ৯৯% নাকি দুর্নীতিগ্রস্ত। সায়নীর নামে ইঙ্গিত করেছেন খোদ বিচারপতি। হিরণ সরাসরি প্রশ্ন করেন সায়নী কার টাকায় এতগুলো ফ্ল্যাট বানিয়েছেন? এর প্রত্যুত্তরে হিরণকে ‘নমকহারাম’ বলেছেন সায়নী। তার অভিযোগ এতদিন টলিউডে করে খেয়েছেন, এখন সেখানকার ব্যাপারে উল্টোপাল্টা বলছেন হিরণ।
তবে সোমবার সায়নী তাকে পাল্টা আক্রমণ করার পর ফের মুখ খোলেন হিরণ। তিনি সরাসরি বলেন, “সায়নী ঘোষ কে? কেন তার কথায় জবাব দেব? কটা সিনেমা করেছে ও?” পশ্চিম মেদিনীপুর ডেবরা ব্লকের পলাশীতে একটি মন্দিরের উদ্বোধন করতে এসে সায়নী ঘোষের প্রসঙ্গ উঠলে তিনি এমনটাই বলেন। সেই সঙ্গে তৃণমূল সরকারকেও তিনি এক হাত নিয়েছেন।
হিরণ বলেন, “তৃণমূল সরকার চোরদের দল। এই দলের সঙ্গে টলিউডের যে অভিনেতা পরিচালকরা আছেন তাদের বলছি এই চক্রান্ত থেকে বেরিয়ে আসুন। এরপর তো রাস্তায় দেখা হলে মানুষ গাড়ির জানলা খুলে বলবে, এই চোরের দলের সঙ্গে অমুক অভিনেতা বা অভিনেত্রী আছে।” এরপর আরও আক্রমণাত্মক ভঙ্গিতে টলিউডের দুর্নীতি নিয়ে মুখ খোলেন তিনি।
তিনি বলেন, এখন লুকানোর তো কিছু নেই। অয়ন শীল, কুন্তল ঘোষদের টাকায় যে সিনেমাগুলো তৈরি হচ্ছিল সেটা প্রকাশ্যে এসে গিয়েছে। সেই সঙ্গে তিনি তৃণমূলের সঙ্গে জড়িত টলিউডের পরিচালক, প্রযোজকদের সতর্ক করে দিয়ে এখনই সরে আসার পরামর্শ দিয়েছেন। আবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি বলেন তৃণমূলে সবকিছু তিনিই তো নিয়ন্ত্রণ করেন।
হিরণ বলেন রাজ্যের সব দফতর মমতার হাতে। সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানীকে সরিয়ে অন্য দপ্তরে মন্ত্রীপদে বসানো হল। সংখ্যালঘু দপ্তর নিজের দায়িত্বে রেখে দিলেন মুখ্যমন্ত্রী। এছাড়া বিধানসভাতেও প্রশ্ন-উত্তর পর্বে অন্য মন্ত্রীকে প্রশ্ন করা হলে জবাব দেন মমতা ব্যানার্জী। এভাবেই তৃণমূল সরকারকে কটাক্ষ করেছেন হিরণ।