মাত্র ২২ বছরেই ঝরে গেল তরতাজা একটি প্রাণ। আবারও বিনোদন দুনিয়াতে ঘটে গেল নক্ষত্রপতন। সিরিয়ালের অডিশন দিতে গিয়েই পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেতা আমান জয়সওয়াল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর। তরুণ অভিনেতার অকাল মৃত্যুতে রীতিমতো শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি। কেউই মেনে নিতে পারছেন না আমানের মৃত্যুটা।
আমান হিন্দি সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেতা। তিনি ‘ধর্তিপুত্র নন্দিনী’ সিরিয়ালে আকাশ ভরদ্বাজের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও আরও বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। নতুন বছরের শুরুতেই তিনি অডিশনের জন্য যাচ্ছিলেন। যোগেশ্বরী হাইওয়েতে তার বাইকে একটি ট্রাক ধাক্কা মারে। গুরুতর আহত হন আমান। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আধ ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয়।
আমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন লেখক ধীরাজ মিশ্র। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে। খুব অল্প কিছুদিনের মধ্যেই আমান অভিনয় দুনিয়াতে জনপ্রিয়তা পেয়েছিলেন। মডেল হিসেবে তিনি শুরু করেছিলেন তার কেরিয়ার। ‘ধর্তিপুত্র নন্দিনী’ ছাড়া ‘পূণ্যশ্লোক অহিল্যাবাই’তে যশবন্ত রাও চরিত্রে এবং ‘উদারিয়ান’তেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের সুবাদে তিনি বহু মানুষের ভালোবাসা এবং সম্মান পেয়েছেন। এত কম বয়সে অভিনেতার প্রয়াণ তাই মেনে নিতে পারছেন না কেউ।
আরও পড়ুন : ডিভোর্সের জল্পনার মাঝেই অন্তঃসত্ত্বা! ধুমধাম করে সাধ খেলেন ‘নিম ফুলের মধু’র মৌমিতা
আরও পড়ুন : মরে গিয়েও বেঁচে ফিরল নায়ক! দুর্দান্ত চমক এল এই বাংলা সিরিয়ালে
আমানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর তার শেষ ইনস্টাগ্রাম পোস্টটি ভাইরাল হয়ে যায়। ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর তিনি একটি ভিডিও পোস্ট করে লিখেছিলেন, “২০২৫-এ পা দিলাম, চোখে অনেক নতুন স্বপ্ন এবং অন্তহীন সম্ভাবনা নিয়ে।” কিন্তু নতুন বছর তার প্রাণটাই কেড়ে নিল। অভিনেতার এমন মর্মান্তিক পরিণতি হতে পারে কখনও কল্পনাও করতে পারেননি তার অনুরাগীরা।
View this post on Instagram