বলিউডে কদর নেই, OTTতে কোটিপতি! OTTতে এই ৮ অভিনেতার পারিশ্রমিক জানলে আঁতকে উঠবেন

বর্তমানে সিনেমা কিংবা সিরিয়ালের তুলনায় ওয়েব সিরিজের প্রতি সাধারণের আগ্রহ অনেক বাড়ছে। ৮ থেকে ৮০ সকলের কথা মাথায় রেখে এখন কন্টেন্ট আসছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, উল্লু, হইচই ইত্যাদিতে। বলিউড থেকে অনেক তারকারা এখন ওটিটিতে নাম লেখাচ্ছেন। ওয়েব সিরিজের জন্য এদের একেকজনের পারিশ্রমিক জানলে চমকে যাবেন। রইল এই বছরে ওয়েব সিরিজে সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত সেরা ৮ অভিনেতার তালিকা (Highest Paid Actors In OTT Platform)।

সাইফ আলি খান (Saif Ali Khan) : এই তালিকায় প্রথমেই যার নাম না বললেই নয় তিনি হলেন সাইফ আলি খান। অনুরাগ কাশ্যপের সেক্রেড গেমসে সারতাজ সিং চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছেন সাইফ। একটি ওয়েব সিরিজের জন্য সাইফ আলি খান নাকি ১৫ কোটি টাকা পরিশ্রমিক পেয়েছিলেন। ওটিটিতে সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) : বলিউডে তেমন নাম করতে না পারলেও ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের দৌলতে মনোজ বাজপেয়ী এখন একজন ব্যাপক জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছেন। ফ্যামিলি ম্যানের এই পর্যন্ত দুটি সিজন মুক্তি পেয়েছেন। দুটি পিছনেই ভারতীয় গোয়েন্দা বিভাগের গুপ্তচর হিসেবে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন মনোজ। তিনি এই সিরিজের দ্বিতীয় সিজনের জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন।

নওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui) : সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও ছক্কা হাঁকাচ্ছেন নওয়াজ। সেক্রেড গেমসের দ্বিতীয় সিজনের জন্য তিনি ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। সামনেই মুক্তি পেতে চলেছে তার বেশ কিছু ছবি। সেগুলো ওটিটিতেই মুক্তি পাবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

রাধিকা আপ্তে (Radhika Apte) : সেক্রেড গেমস ওয়েব সিরিজের সুবাদে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন রাধিকাও। বলিউডের এই অভিনেত্রী সিনেমা এবং সিরিজ উভয়ক্ষেত্র থেকেই ভাল সাড়া পাচ্ছেন। ইন্ডিয়া টাইমসের রিপোর্ট অনুসারে সেক্রেড গেমসের জন্য ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন রাধিকা। তাকে এই সিরিজে RAW এজেন্ট হিসেবে দেখা গিয়েছিল।

পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) : বলিউড এবং ওয়েব সিরিজ থেকে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন পঙ্কজ ত্রিপাঠীও। মির্জাপুরের প্রথম সিজনের জন্য তিনি পেয়েছিলেন ১০ কোটি টাকা। সেক্রেড গেমস ২ থেকে তিনি পেয়েছিলেন ১২ কোটি টাকা। ওয়েব সিরিজ এবং বলিউড ছবিতে অভিনয় করে পঙ্কজ ত্রিপাঠি হালফিলের সেরা অভিনেতাদের তালিকায় নিজের নাম লিখিয়েছেন।

আলি ফজল (Ali Fazal) : মির্জাপুর খ্যাত এই অভিনেতাও পারিশ্রমিকের বিচারে পিছিয়ে নেই। আলি ফজল মির্জাপুরের দুটি সিজনে গুড্ডু ভাইয়ার চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্রের জন্য প্রতি পর্ব হিসেবে তিনি ১২ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।

প্রতীক গান্ধী (Prateek Gandhi) : স্ক্যাম ১৯৯২ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন প্রতীক গান্ধী। এই সিরিজের প্রত্যেক পর্বের জন্য তিনি পাঁচ লক্ষ টাকা করে পারিশ্রমিক নেন।

সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) : এই দক্ষিণী অভিনেত্রী হিন্দি ওয়েব সিরিজের হাত ধরে OTTতে পা রেখেছেন। মনোজ বাজপেয়ীর সঙ্গে ফ্যামিলি ম্যান ২তে অভিনয় করেছেন তিনি। এই সিজনে জঙ্গিগোষ্ঠীর একটি মেয়ে রাজি চরিত্রে অ্যাকশন দৃশ্যে তাক লাগিয়ে দিয়েছিলেন সামান্থা। তিনি তার চরিত্রের জন্য ৪ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।