রচনা ব্যানার্জীর জন্যই নাকি এবছর ফেল করবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! দিদি নাম্বার ওয়ানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সাজেশন দেওয়া হয়েছিল, সেখান থেকে কমন আসেনি কিছুই। গুরুতর অভিযোগ পরীক্ষার্থীদের। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়েই সংবাদমাধ্যমের সামনে দিদি নাম্বার ওয়ানের বিরুদ্ধে বিস্ফোরক ছাত্র-ছাত্রীরা।
দিদি নাম্বার ওয়ানের বিরুদ্ধে কী অভিযোগ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের?
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার ১০ দিন আগে দিদি নাম্বার ওয়ানে ইতিহাস, বাংলা, ইংরেজি থেকে রসায়নের শিক্ষিকারা কিছু প্রশ্ন বলে দেন যেগুলো নাকি উচ্চমাধ্যমিকে কমন পাবেই পড়ুয়ারা। সেই সাজেশন দেখে প্রস্তুতি নিয়ে চরম বিপাকে পড়লেন পরীক্ষার্থীরা। কারণ জি বাংলার এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের জন্য যে সাজেশন দেওয়া হয়েছিল, সেখান থেকে মেলেনি কিছুই।
জনৈক এক ছাত্র পরীক্ষা দিয়ে বেরোনোর পর বলেই দিল দিদি নাম্বার ওয়ানের সাজেশন দেখে প্রস্তুতি নিয়েছিল সে। সেই কারণেই নাকি ফেল করে যাবে! বাংলায় বুড়ির চরিত্র থেকে ইংলিশে লোমভের চরিত্র, কোনও কিছুই পরীক্ষাতে আসেনি। ভাইরাল এই ভিডিও দেখে নেট নাগরিকরা বলছেন বেচারা রচনার জন্যই ফেল করে যাবে! কেউ বলছেন, আর কেউ দিদি নাম্বার ওয়ান দেখে পরীক্ষা দিতে যেও না।
আরও পড়ুন : এই সপ্তাহের সেরা সিরিয়াল কোনটি? প্রকাশ্যে এল সেরা ১০ বাংলা ধারাবাহিকের তালিকা
আরও পড়ুন : পারিশ্রমিক আকাশ ছোঁয়া! Didi Number One -র এপিসোড পিছু কত বেতন পান রচনা ব্যানার্জী?
নেট নাগরিকরা কে কী বলছেন?
ভাইরাল এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়াতে হাসির রোল উঠেছে। অবশ্য দিদি নাম্বার ওয়ানের সাজেশন এর ভিডিওটিও যখন সোশ্যাল মিডিয়াতে ছড়াতে শুরু করে তখন বেশ মজা পেয়েছিলেন দর্শকরা। কিন্তু সত্যি সত্যিই যে ছাত্র-ছাত্রীরা এই শো দেখে পরীক্ষা দিতে যাবে সেটা কেউ আন্দাজ করতে পারেননি। তাই নেট নাগরিকরা মজা করে লিখছেন, “দিদি নাম্বার ওয়ান এর সাজেশন দেখে পরীক্ষা দিতে গেছে। ওকে বাঁধিয়ে রাখো কেউ।