আশির দশকে এক অন্যতম ধারাবাহিক ছিল রামায়ণ (Ramayan)। আর রামানন্দ সাগরের (Ramanand Sagar) সেই রামায়ণে সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা চিখালিয়া (Dipika Chikhlia) ও লক্ষ্ণণের ভূমিকায় সুনীল লহরি (Sunil Lahri)। ১৯৮৭ তে দুরদর্শনে প্রথম সম্প্রচারিত হয়েছিল সেই রামায়ণ। সে সময় রামায়ণ নিয়ে দেশবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আর তখনকার সেই রাম-সীতা-দশরথ-ইন্দ্রজিৎরা এখন কে কী করছেন জানেন (What Ramayan Characters Doing Now)? চলুন জেনে নিই আজকে তাদের সম্পর্কে (Ramayan Cast Then and Now)।
অরুণ গোভিল (Arun Govil) : রামায়ণ তৈরি হয়েছে রামকে কেন্দ্র করে। ভগবান বিষ্ণুর অবতার ছিলো এই রাম। আর এই রামের ভূমিকায় অভিনয় করে রাতারাতি দর্শকের কাছে রাম হয়ে উঠেছিলেন অরুণ গোভিল। তিনি রামায়ণ ধারাবাহিক শুরুর আগে থেকেই অভিনয় জগতে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন। একাধিক হিট ছবিতে তিনি অভিনয় করেছেন। এখন তিনি অভিনয় জগৎ থেকে দূরে আছেন।
দিপীকা চিখালিয়া (Dipika Chikhlia) : রামায়ণ ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়ে নিয়েছিলেন দিপীকা চিখালিয়া। তিনি ‘টিপু সুলতান’, ‘বিক্রম বেতাল’ নামে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন।এরপর ১৯৯১ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছিলেন ‘রামায়ণে’র সীতা দীপিকা চিখলিয়া। বরোদরা আসনে জিতে হয়েছিলেন সাংসদ। তবে পরবর্তীকালে আর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি দীপিকাকে।
সুনীল লহরী (Sunil Lahri) : রামায়ণে লক্ষণের ভূমিকায় অভিনয় করেছিলেন সুনীল লহরী। এর আগে অবশ্য মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘দ্য নক্সালাইট’ ছবিতেও অভিনয় করেন। তবে সেটা বক্স অফিসে চলেনি। ‘রামায়ণ’ তাকে বানায় স্টার। এই সুনীল পরে একটা-দুটো ছবিতে অভিনয় করেছেন। এমনকি তিনি অরুণ গোভিলের সঙ্গে একটি প্রযোজনা সংস্থাও তৈরি করেন। এখনও সেই ব্যবসাতেই আছেন। অর্থকষ্টে নেই, কিন্তু প্রচারের আলো থেকে দূরেই এখন তাঁর বাস।
দারা সিংহ (Dara Singh) : রামায়ণ গল্পের একটি অন্যতম চরিত্র হলো হনুমান। আর রামায়ণে এই গুরুত্তপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন দারা সিংহ। তবে অভিনেতা ছাড়াও দারা সিংহ ছিলেন পেশাদার কুস্তিগীর। তিনি নিজের জীবনে কোনো কুস্তি লড়ায়ে হারেননি। তবে তিনি একাধিক ছবিতেও অভিনয় করেছেন। এছাড়াও ২০০৩ সালে অটলবিহারী বাজপেয়ীর জমানায় রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। তার অভিনীত প্রথম ছবি ‘সাঙ্গডিল’। ২০১২ সালে তার মৃত্যু হয়ে যায়।
আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন ‘মহাভারতে’র শ্রীকৃষ্ণ? অভিনয় ছেড়ে এখন কি করছেন অভিনেতা
অরবিন্দ ত্রিবেদী (Arvind Trivedi) : রাবণ বলতেই চোখের সামনে ভেসে ওঠে রামায়ণের ‘রাবণ’। ওই ভূমিকায় অভিনয় করে চরিত্রটি অমর করে দিয়েছেন অরবিন্দ তিওয়ারি। ২৫০টির বেশি ছবিতে কাজ করেছেন তিনি। ১৯৯১ সালে গুজরাটের সাবরকাঁঠা আসন থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন অরবিন্দ। এরপর ২০০২ সালেও ভোট জিতেছেন।
বাল ঢুরি (Baal Dhuri) : রামের পিতা ছিলেন দশরথ। যার নির্দেশেই রাম ১৪ বছর বনবাসে গিয়েছিলেন। আর রামায়ণে সেই গুরুত্বপূর্ণ দশরথের ভূমিকায় অভিনয় করেছিলেন মরাঠি অভিনেতা বাল ঢুরি। তিনি তার অভিনয় জীবনে একাধিক ছবিতে অভিনয় করেছেন। ২০১১ সালে শেষ মরাঠি ফিল্ম ‘সদারক্ষানয়’-এ তাকে শেষ বারের মত দেখা গিয়েছিল।
আরও পড়ুন : রামায়ণের মন্দোদরী এখন কোথায়? বয়সের ভারের জীর্ণ অভিনেত্রীর কিভাবে কাটছে দিন
আরও পড়ুন : অভিনয় ছেড়ে ১৪০০ কোটি টাকার কোম্পানির CEO! রামায়ণের এই অভিনেতার পরিচয় জানলে চমকে যাবেন
বিজয় অরোরা (Vijay Arora) : ইয়াদোঁ কি বরাত’-খ্যাত বিজয়কে ভারতে অনেকে চিনতেন ‘চুরা লিয়া হ্যায়’ গানের দৌলতে। এ হেন বিজয়কে রামানন্দ বাছেন ইন্দ্রজিতের চরিত্রে। ‘ফাগুন’ নামের সিনেমা থেকে ‘ভারত এক খোঁজ’ নামের সিরিয়ালের ‘সেলিম’ বিজয়ও অতি অল্প বয়সেই পাকস্থলির ক্যান্সারে মারা যান।