Jaane Jaan Cast Fees : পরিচালক সুজয় ঘোষ (Sujoy Ghosh) – এর হাত ধরে ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন বলিউড (Bollywood) খ্যাত অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। দীর্ঘ ২৩ বছর তার অভিনয় জীবনে তিনি এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করলেন। জানে জাঁ (Jaane Jaan) ওয়েব সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে গত ২১ সেপ্টেম্বর। করিনা ছাড়াও এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত (Jaideep Ahlawat) ও বিজয় বর্মা (Vijay Varma)র মত অভিনেতারা। চলুন আজ জেনে নেব এই ওয়েব সিরিজে অভিনয় করে করিনা সহ কত পারিশ্রমিক পেয়েছেন তারা (Jaane Jaan Cast Salary)।
জাপানি উপন্যাস ডিভোশন অফ সাসপেক্ট এক্স-এর দ্বারা অনুপ্রাণিত হয়ে জানে জাঁ ওয়েব সিরিজের গল্প গড়ে উঠেছে। এই ছবিতে করিনাকে দেখা গিয়েছে একেবারে নতুন ধরনের লুকে৷ এখানে তিনি অভিনয় করবেন একজন মায়ের চরিত্রে৷ এখানে অভিনেত্রীর চরিত্রের নাম মিসেস ডিসুজা। অন্যদিকে প্রথম লুকে ‘পাতাললোক’ সিরিজের অভিনেতা জয়দীপকে দেখেও মনে হয়েছে তার চরিত্রটির বয়স একটু বেশি ৷
আবার ‘দাহার’ সিরিজ খ্যাত অভিনেতা বিজয়কে অবশ্য এবার দেখা যাবে এক তরুণ পুলিশ অফিসারের ভূমিকায়৷ করিনার অনস্ক্রিন স্বামীর হত্যা নিয়েই এই গল্প। তবে এই গল্পটি পুরোটাই উত্তরবঙ্গের দার্জিলিং-এর প্রেক্ষাপটে গড়ে ওঠা। তাই এই ওয়েব সিরিজের শুটিং হয়েছে বাংলার বেশ কিছু জায়গায়৷ দার্জিলিং এবং কালিম্পংয়েও শুটিং সেরেছিলেন নির্মাতারা৷ কিন্তু জানেন কী এই ওয়েব সিরিজে অভিনয় করার জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক কে নিয়েছেন?
করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) : করিনা কাপুর এই ওয়েব সিরিজে একজন সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করছেন। এখানে তার অভিনয় রীতিমতো দর্শকদের নজর কেড়ে নিয়েছেন। দীর্ঘদিন পর তার অভিনয়ে কামব্যাক জাস্ট অসাধারণ। তবে শোনা যাচ্ছে এই ওয়েব সিরিজে অভিনয়ের জন্য তিনি সবথেকে বেশি পারিশ্রমিক নিয়েছেন। এখানে তিনি নাকি ১০ থেকে ১২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। যদিও তিনি বলিউড ছবিতে অভিনয় করলে ৮ থেকে ১৮ কোটি টাকা পারিশ্রমিক নেন।
জয়দীপ অহলাওয়াত (Jaideep Ahlawat) : পাতাললোক সিরিজে অভিনয় করে রাতারাতি খ্যাত হয়ে উঠেছিলেন এই অভিনেতা। এছাড়াও তিনি অনুরাগ কাশ্যপের আইকনিক ছবি ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এও দেখা গিয়েছিল তাকে। তবে ‘জানে জাঁ’ ওয়েব সিরিজে তার অভিনয় চোখে পড়ার মতো। কিন্তু শোনা যাচ্ছে তিনি এই ছবিতে অভিনয় করার জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
বিজয় বর্মা (Vijay Varma) : ওয়েব সিরিজের দুনিয়ার অন্যতম অভিনেতা হলেন বিজয় বর্মা। তিনি ইতিমধ্যেই একাধিক ওয়েব সিরিজে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। তিনি ‘‘মির্জাপুর’, ‘দহাড়’, ‘এ স্যুটেবল বয়’, ‘শি’, ‘লাস্ট স্টোরিজ় ২’, এর মতো একাধিক ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন। আর ‘জানে জাঁ’ সিরিজে তাকে একটি পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। আর এই সিরিজে অভিনয় করে তিনি ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।