বর্তমানে জি বাংলাতে (Zee Bangla) অন্যতম জনপ্রিয় সিরিয়ালের নাম হল জগদ্ধাত্রী (Jagadhatri)। জগদ্ধাত্রী বর্তমানে জি বাংলার টপার হওয়ার পাশাপাশি বেঙ্গল টপার হিসেবেও দারুণ রেজাল্ট করছে। তবে এরই মধ্যে দশকের জন্য মিলেছে একটি দুঃসংবাদ। জগদ্ধাত্রী ছেড়ে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী। সিরিয়ালের এই সাফল্যের মুহূর্তেও অভিনয় ছেড়ে দিতে বাধ্য হলেন তিনি। কেন, সেই রহস্য ফাঁস হল এতদিনে।
দর্শকরা বিগত কয়েকদিন ধরেই জগদ্ধাত্রী সিরিয়ালের খলনায়িকার মুখের পরিবর্তন দেখতে পেয়েছেন। এই সিরিয়ালে জগদ্ধাত্রীর বোনের ভূমিকাতে শুরু থেকে অভিনয় করতে দেখা যাচ্ছিল অভিনেত্রী সঞ্চারী দাসকে। তার চরিত্রটিকে বেশ ভালভাবেই ফুটিয়ে তুলছিলেন তিনি। দর্শকদের মধ্যে তাকে নিয়ে বেশ ভালই সাড়া মিলছিল। কিন্তু এত জনপ্রিয়তা এবং সাফল্য সত্ত্বেও তিনি সিরিয়াল ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।
সঞ্চারী হঠাৎ কেন সিরিয়াল ছেড়ে দিলেন এই প্রশ্নটা দর্শকদের মনে এখন ঘুরপাক খাচ্ছে। প্রথমে শোনা গিয়েছিল অভিনেত্রী নাকি অসুস্থ হয়ে পড়েছেন, সেই কারণেই তিনি ছেড়ে দিয়েছেন অভিনয়। তবে এতদিনে ফাঁস হল আসল কারণটা। অসুস্থতার কারণে জগদ্ধাত্রী ছেড়ে দেননি সঞ্চারী, তার সিরিয়াল ছাড়ার পেছনে আরও বড় কারণ লুকিয়ে রয়েছে।
আসলে সঞ্চারীর সিরিয়াল ছেড়ে দেওয়ার আসল কারণ হলেন দর্শকরা। এই সিরিয়ালে খলনায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি যে সফলতা পেয়েছিলেন সেটাই কার্যত তার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। দর্শকদের কারণেই অভিনয় ছেড়ে দিতে বাধ্য হলেন তিনি। সঞ্চারী অভিনয় ছেড়ে দিয়েছেন তার একমাত্র কারণ এই যে এই খল চরিত্রের জন্য তাকে অনেক কটু কথা শুনতে হচ্ছিল।
সঞ্চারীর অভিনয়ের কারণে সোশ্যাল মিডিয়াতে অনেক অপমানিত হতে হচ্ছিল অভিনেত্রীকে। এখানে অভিনেত্রী হিসেবে তিনি সফল, তবে এটাই তার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। এমনকি তার ব্যক্তিগত জীবনেও এই নিয়ে প্রবল ঝড় ওঠে। যে কারণে অভিনেত্রী চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিরিয়াল ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে জগদ্ধাত্রীর প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তীর স্ত্রী তথা জগদ্ধাত্রীর আরেক অভিনেত্রী রূপসা চক্রবর্তী সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে একটি পোস্ট করেছিলেন। সঞ্চারীর বদলে এখন নতুন মুখ হয়ে এসেছেন ঋতুরাই আচার্য। দর্শকরা তাকে নিয়েও অল্পবিস্তর কটু কথা শোনাচ্ছিলেন। তাই রূপসা তার পোস্টে অনুরোধ করেছেন চরিত্রের মুখবদল নিয়ে এত নেগেটিভ কমেন্ট বন্ধ হোক। কারণ এতে নতুন যিনি এসেছেন তিনি কাজের উৎসাহ হারিয়ে ফেলবেন।