এই ফর্মুলা মেনেই টানা ৫৩ সপ্তাহ টপার হচ্ছে মিঠাই, অবশেষে ফাঁস হল রহস্য

এই সপ্তাহে টিআরপি তালিকার ফল প্রকাশের পর মিঠাই (Mithai) ভক্তদের মুখে দেখা দিয়েছে চওড়া হাসি। জি বাংলার (Zee Bangla) এই সেরা ধারাবাহিক টানা ৫৩ সপ্তাহ টপারের আসন ধরে রেখে রীতিমত রেকর্ড করে ফেলেছে। তবে মাঝে অবশ্য নিত্যনতুন ধারাবাহিকের জন্য মিঠাইয়ের আসন হয়েছিল টালমাটাল। গাঁট ছড়া, গৌরী এল, লক্ষ্মী কাকিমা সুপারস্টার (Lokkhi Kakima Superstar) চোখ রাঙাতে শুরু করেছিল মিঠাইকে।

মাত্র ২ সপ্তাহ আগেই লক্ষ্মী কাকিমা টিআরপিতে শ্রেষ্ঠ আসন দখল করে সুপারস্টার হয়ে দেখিয়ে দিয়েছিলেন। তারপরেও বেশ ভালই ফলাফল করেছে অপরাজিতা আঢ্য অভিনীত এই ধারাবাহিক। তবে মিঠাই রানী আবার টিআরপিতে সেরা হয়ে প্রমাণ করে দিয়েছে তার রাজ্যপাট দখল হয়ে যায়নি।

উল্লেখ্য লক্ষ্মী কাকিমা কিন্তু সামান্য নম্বরের ব্যবধানে পিছিয়ে পড়ছে মিঠাইয়ের থেকে। সাধারণত টিআরপি বাড়ানোর জন্য গল্পের নতুন মোড় আনার ব্যবস্থা করেন নির্মাতারা। যেমনটা হয়েছিল মিঠাইয়ের ক্ষেত্রে। সেই একই ফর্মুলা নেবে কি লক্ষ্মী কাকিমা? গল্পে আসবে কোনও নতুন মোড়? মুখ খুললেন পরিচালক বিজয় মাজি।

বিজয় মাজির কথায়, “লক্ষ্মী কাকিমা এক সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্প বলে। মানুষ সেটা দেখতে ভালোবাসেন। অনেকেই যা নিজে করে উঠতে পারেননি, পর্দায় তা দেখে খুশি হন। সে ক্ষেত্রে টিআরপি বাড়ানোর জন্য আলাদা করে কোনও কিছু করা হবে না। কোনও স্টেরয়েড গল্পও আনা হবে না। ধারাবাহিক এগবে স্বাভাবিক ছন্দে।”

এদিকে গল্পে নিত্যদিন নতুন নতুন টুইস্ট এনে ছক্কা হাঁকাচ্ছে মিঠাই রানী। টিআরপি আসন ফিরে পেতেই দারুণ খুশি ভক্তরা। মিঠাইয়ের এই জয়ের ধারা অব্যাহত থাক, এমনটা চাইছেন নির্মাতারাও। তাই তো গল্পে এসেছে ওমি আগরওয়ালের প্রত্যাবর্তন, মিঠাইয়ের কোমায় চলে যাওয়ার মতো ঘটনা।

পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস তাই সংবাদমাধ্যমের কাছে বলেছেন, “কোন ধরনের গল্প মানুষের পছন্দ হবে, তা সব সময় মাথায় রাখতে হবে। টিআরপি কম থাকলে এ ধরনের বিষয়গুলির দিকে আরও বেশি করে নজর দিতে হয়।দর্শককে ভালো লাগানোর জন্যই নতুনত্ব কিছু করার চেষ্টা। সেটা অস্বীকার করার কোনও কারণ নেই।”