ভারতীয় দর্শকদের (Indian Audience) কাছে চিরকাল ‘মহাভারত’-(Mahabharat)এর দ্রৌপদী (Droupadi) হিসেবেই স্মরনীয় হয়ে থাকবেন বাঙালি অভিনেত্রী রুপা গাঙ্গুলী (Roopa Ganguly)। বহু বাংলা ছবিতেও মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। কিন্তু রাজনীতির ময়দানে পা রাখার পর বেশ কিছু বছর সিনেমার দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন এই অভিনেতা। তারপর আবার ক্যাম ব্যাক করেছেন তিনি।
তবে এবার সিনেমা নয়। সিরিয়ালের পর্দায় দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। স্টার জলসার নতুন সিরিয়াল (New Serial) ‘মেয়েবেলা’তে (Meyebela) বীথিকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার চরিত্রটি এক গৃহবধুর যে, নিজের পরিবার দায়িত্ব পালন করতে গিয়ে বিসর্জন দিয়েছে নিজের সব ইচ্ছা ও স্বপ্নকে। জীবনের এই ওঠার-পরাগুলোকে এই চরিত্রের মধ্যে দিয়ে পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছেন অভিনেত্রী।
প্রায় ৫ বছর পর তাকে পর্দায় দেখে দর্শকও খুশি হয়েছেন। এত বছর পরেও তার জনপ্রিয়তা কমে যায়নি। বরং এক রকম রয়েছে। তবে জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রী বেশি পরিচিত তার স্পষ্টবাদী মনোভাবের জন্য। কিন্তু তাও অসংখ্য এমন মানুষ রয়েছেন তার বিরুদ্ধে কথা বলতেও ছাড়ে না। বরাবরই নিজের ইচ্ছে মতো থাকতে পছন্দ করেন। তাই কে কী বললো তাতে যায় আসে না অভিনেত্রীর।
তিনি ‘মহাভারত’-এ দ্রোপদীর চরিত্রে অভিনয় ছাড়াও বেশ কিছু হিন্দি ছবিতে কাজ করেছিলেন তিনি। তবে অভিনয় ছাড়া গানের গলাও ভাল ছিল তার। সেই জন্য ‘অবশেষে’ ছবিতে রবীন্দ্র সংগীত গেয়ে পেয়েছিলেন জাতীয় পুরস্কার। তারপর বহু বছর বাংলা রাজনীতির অন্যতম জনপ্রিয় নেত্রী ট্যাগ ধরে রেখেছিলেন তিনি।
তবে জনপ্রিয় এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও অনেক গুঞ্জন শোনা গিয়েছিল এক সময়। কাজের পাশাপাশি বার বার ব্যক্তিগত জীবনও চর্চায় ছিল সেই জন্য বহুবার প্রশ্নের মুখে পরতে হয়েছিল অভিনেত্রীকে। শুনতে হয়েছে তার সম্পর্ক রয়েছে কারুর সঙ্গে। যদিও সেই বিষয়ে নিয়ে কখনও মুখ খোলেননি অভিনেত্রী।
একবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কেন সিঁথিতে সিঁদুর পরেন? তিনি স্পষ্ট জানা, “দুটো কারণে আমি সিঁদুর পরি। এক, আমার পরিবারের সুস্থতা যাঁরা কামনা করেন, তাঁরা যেন ভাল থাকেন। আর দ্বিতীয়, নিজেকে সিঁদুর পরে দেখতে আমার খুব ভাল লাগে।” যদিও নিজের বিবাহিত জীবন নিয়ে কিছু বলেন তিনি।