বর্তমানে এই ইঁদুর দৌড়ের সময়ে বাংলা টেলিভিশন (Bengali Telivision) ইন্ডাস্ট্রিতেও শুরু হয়ে গিয়েছে তুমুল প্রতিযোগিতার লড়াই। বিশেষত জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসা ১ নম্বর হতে চেয়ে সেরার সেরা বাংলা সিরিয়াল আনার পরিকল্পনা করেছেন যা অধিক দর্শককে টেনে আনবে। এমনটা করতে গিয়ে দেখা যাচ্ছে বেশ কিছু পুরনো জনপ্রিয় সিরিয়াল সময়ের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে।
এই ২০২২ সালেই একাধিক নতুন সিরিয়াল এসেছে এবং তার পাশাপাশি পুরনো সিরিয়ালগুলিকে আচমকা বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে কোনও কোনও সিরিয়াল তো আবার ১ বছরের গণ্ডিও পেরাতে পারেনি। দুর্ভাগ্যের বিষয়ে কিছু কিছু সিরিয়াল তিন মাসের মাথাতেও বন্ধ হয়ে গিয়েছে। যেমন – মাধবীলতা, বৌমা একঘর। উড়ন তুবড়ি, বোধিসত্ত্বের বোধবুদ্ধি, পিলু, লালকুঠি সিরিয়াল গুলিও খুব কম দিন চলেছে।
দেখা যাচ্ছে টিআরপি তালিকাতে ভাল ফলাফল না করতে পারলে বন্ধ করে দেওয়া হচ্ছে সেই সিরিয়াল। শুধু কি তাই? ভাল টিআরপি সত্ত্বেও আচমকা বন্ধ হল ধুলোকণা। দর্শকরাও বিভ্রান্ত হয়ে পড়ছেন এতে। জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল লক্ষ্মী কাকিমা সুপারস্টারও এখন বেশ ডেঞ্জার জোনে রয়েছে। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নাকি এই সিরিয়ালটিকেও বন্ধ করে দেওয়া হবে।
কেন চ্যানেল কর্তৃপক্ষ বারবার পুরনো সিরিয়ালগুলোকে বন্ধ করে দিচ্ছে? নতুনের উপর কেন এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? এই সম্পর্কে মুখ খুললেন লক্ষ্মী কাকিমা সুপারস্টারের পরিচালক বিজয় মাঝি। তিনি হিন্দুস্তান টাইমস বাংলাকে সিরিয়াল বন্ধের ব্যাপারে জানিয়েছেন যে আপাতত লক্ষ্মী কাকিমার স্লট বদলে দেওয়া হয়েছে। সিরিয়াল বন্ধের ব্যাপারে কোনও নির্দেশ এখনও তাদের কাছে এসে পৌঁছায়নি।
সেই সঙ্গে তিনি জানিয়েছেন আচমকা সিরিয়াল বন্ধের নেপথ্যে রয়েছে কোন কারণ। বিজয় মাঝির কথায়, ‘আসলে করোনা পরবর্তী সময়ে চ্যানেলগুলো একটা পলিসি নিয়েছে। আমরা সাড়ে তিন-চার বছর কৃষ্ণকলি চালিয়েছি। চ্যানেল মনে করছে, কম টিআরপি-র সিরিয়ালকে বেশিদিন টেনে নিয়ে গেলে তাদের কোথাও গিয়ে লায়াবেলিটি নষ্ট হচ্ছে। তাই তড়িঘড়ি সেই সিরিয়াল বন্ধ করে নতুন সিরিয়াল আনা হচ্ছে।”
তিনি আরও বলেছেন, “এই বিষয়টা নিয়ে টেলিভিশন ইন্ডাস্ট্রির সকলেই খুব আতঙ্কে রয়েছে। আগে অন্তত একটা সিরিয়াল এক-দেড় বছর চালানো হত। এখন প্রযোজক বলছেন প্রথম দিন থেকেই দৌড়াতে হবে, তাই কোথাও গিয়ে কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে’’। এখন লক্ষ্মী কাকিমার ভবিষ্যৎ কী হবে তা নির্ভর করছে নতুন স্লটে কেমন টিআরপি পাচ্ছে এই সিরিয়াল তার উপর। আগামী ১৯শে ডিসেম্বর থেকে সোম থেকে শুক্র প্রতিদিন রাত দশটার সময় দেখানো হবে লক্ষ্মী কাকিমা সুপারস্টার।