Heerak Rajar Deshe Fame Actor Samir Mukherjee Passed Away : টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে একটা সময় যে বর্ষিয়ান অভিনেতারা অভিনয়ের মানে বুঝিয়েছেন, বিনোদন জুগিয়েছেন বাঙালিকে, তাদের কতজনকেই বা মনে রেখেছে এই প্রজন্ম? এমনকি খোদ টলিউড ইন্ডাস্ট্রিও কখনও খোঁজ রাখেনি এদের। অবহেলায়, সকলের অজান্তে স্বর্ণযুগের আরও এক নক্ষত্রের পতন হলো। প্রয়াত হলেন অভিনেতা সমীর মুখোপাধ্যায় (Samir Mukherjee)।
সমীর মুখোপাধ্যায় অসংখ্য বাংলা ছবিতে কাজ করেছিলেন। তার মধ্যে সত্যজিৎ রায় (Satyajit Ray) -র ‘হীরক রাজার দেশে’ (Heerak Rajar Deshe) অন্যতম মাইলস্টোন বলা যেতে পারে। এই ছবিতে তিনি হীরক রাজার মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। এখনো বাঙালিরা তাকে হীরক রাজার মন্ত্রী হিসেবে মনে রেখেছেন। ৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেতা।
যতদূর জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সমীর মুখোপাধ্যায়। সম্প্রতি তার স্বাস্থ্য আরও খারাপ হয়ে গিয়েছিল। সেই সঙ্গে তার ভীষণ বমি হচ্ছিল। শুক্রবার তার অবস্থার অবনতি হওয়াতে তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। ৮০ বছর বয়সে মৃত্যু হল তার। কিন্তু এর অনেক আগেই টলিউড তাকে ব্রাত্য করে দিয়েছিল।
সংবাদমাধ্যম সূত্রে খবর, কিছুদিন আগেই শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তারপর সুস্থ হওয়াতে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। কিন্তু আবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। এবারে আর চিকিৎসার সুযোগ দিলেন না সমীরবাবু। অভিনেতার মৃত্যুর পর তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একটি পোস্ট করেন দেবনাথ চট্টোপাধ্যায়।
দেবনাথ চট্টোপাধ্যায় সমীর মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “ভালো থাকবেন সমীরবাবু। ছোটবেলার আরও একটা স্মৃতি হারিয়ে গেল। এই মানুষগুলোর আমরা কেউ খোঁজ নিই না। এটাই কি শিল্পীর জীবন।” অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও সমীর মুখোপাধ্যায়ের প্রয়াণ সংবাদ পেয়ে সোশ্যাল মিডিয়াতে টলিউডের বিরুদ্ধে খানিক ক্ষোভ উগড়ে দিয়েছেন।
আরও পড়ুন : জয়াকে লুকিয়ে রোজ রাতে পরকীয়া! রেখা-অমিতাভের কীর্তি জানলে চমকে যাবেন
আরও পড়ুন : হটনেসে বৌমাদের টেক্কা দেবেন, সিরিয়ালের এই ৭ শাশুড়ি মায়ের গ্ল্যামার চোখ ঝলসে দেবে
সুদীপ্তা লিখেছেন, ‘‘আমরা বেশ ভুলে যেতে পারি। পুরনোদের, বড়দের, আমাদের যারা হাঁটার রাস্তা তৈরি করে দিয়ে গেলেন তাঁদের। যারা এখন বাতিল অথবা ব্রাত্য তাঁদের সবাইকে বেশ ভুলে মেরে দিয়ে নিজেরা সেই রাস্তা দিয়ে দিব্যি হাঁটতে পারি। সঙ্গে আট/দশজন বাউন্সার নিয়ে (বেশিরভাগ সময়ই অকারণে)’’।